AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tatkal Ticket: বাড়িতে বসে IRCTC -র ওয়েবসাইট থেকে তৎকাল টিকিট কাটুন এবার, ধাপে ধাপে পদ্ধতি জেনে নিন

Online Ticket Booking: আপনার যদি সাধারণ রিজার্ভ টিকিট কাটার ক্ষেত্রে ৯০০ টাকা খরচ হয়, তবে সেই টিকিটই আপনি যদি তৎকালে কাটেন, তবে তার জন্য ১৩০০ টাকা খরচ হবে।

Tatkal Ticket: বাড়িতে বসে IRCTC -র ওয়েবসাইট থেকে তৎকাল টিকিট কাটুন এবার, ধাপে ধাপে পদ্ধতি জেনে নিন
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: May 16, 2023 | 8:05 AM
Share

নয়া দিল্লি: শেষ মুহূর্তে হঠাৎ কোথাও যাওয়ার প্রয়োজন পড়েছে? ট্রেনের টিকিট কাটা নেই, তাহলে যাবেন কী করে? যাত্রীদের টিকিট নিয়ে সমস্য়া দূর করতেই ভারতীয় রেলওয়ে বা আইআরসিটিসি-র তরফে আনা হয়েছে তৎকাল টিকিট বুকিং ব্যবস্থা। এই পরিষেবায় যাত্রার আগেরদিনও টিকিট বুকিং করে কনফার্ম টিকিট পেতে পারেন যাত্রীরা।  ভারতীয় রেলওয়ে দূরপাল্লার প্রায় সমস্ত ট্রেনেই তৎকাল টিকিটের পরিষেবা দেওয়া হয়। অর্থাৎ দূরপাল্লার ট্রেনে আপনি স্লিপার, ৩এসি, ২এসি বা ১এসি-তে টিকিট পেতে পারবেন।

কীভাবে IRCTC-র ওয়েবসাইট থেকে তৎকাল টিকিট?

যেদিন আপনার যাওয়ার দিন, ঠিক তার আগের দিন তৎকাল টিকিট কাটার উইন্ডো খোলা হয়। যদি আপনি এসি ক্লাসের টিকিট কাটতে চান, তবে যাত্রার আগেরদিন সকাল ১০টায় টিকিট উইন্ডো খোলা হয়। নন-এসি ক্লাসের জন্য সকাল ১১টা থেকে বুকিং শুরু হবে।

তৎকাল টিকিটের ফি-

তৎকাল টিকিটের দাম সাধারণ রিজার্ভ টিকিটের দামের তুলনায় বেশি হয়। অর্থাৎ আপনার যদি সাধারণ রিজার্ভ টিকিট কাটার ক্ষেত্রে ৯০০ টাকা খরচ হয়, তবে সেই টিকিটই আপনি যদি তৎকালে কাটেন, তবে তার জন্য ১৩০০ টাকা খরচ হবে। আইআরসিটিসি-র তরফে সাধারণ টিকিটের দামের উপরে ৩০ শতাংশ ফি বসায়। তবে দ্বিতীয় শ্রেণির টিকিট বুকিংয়ের ক্ষেত্রে টিকিটের দাম্র উপরে অতিরিক্ত ১০ শতাংশ ফি দিতে হয়।

কীভাবে অনলাইনে তৎকাল টিকিট কাটবেন?

প্রথমে IRCTC -র অফিসিয়াল ওয়েবসাইট, irctc.co.in- এ যেতে হবে।

এবার IRCTC -র ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। যদি আপনার IRCTC -র অ্যাকাউন্ট না থাকে, তবে সাইন আপ বাটনে ক্লিক করে নিজের অ্যাকাউন্ট তৈরি করুন।

লগ ইন হয়ে গেলে এবার বুক টিকিট অপশনে ক্লিক করুন।

এবার তৎকাল বুকিং অপশনে ক্লিক করুন। এবার আপনি কোন স্টেশন থেকে উঠবেন এবং আপনার গন্তব্য কোথায়, তা সিলেক্ট করতে হবে। যাত্রার দিনও সিলেক্ট করতে হবে।

এবার পছন্দসই ট্রেন ও ক্লাস বেছে নিন।

এরপরে যাত্রীর তথ্য আপলোড করতে হবে।

এবার প্রসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করুন। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইউপিআই-র মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

টিকিট কনফার্ম হয়ে গেলে ই-টিকিট ডাউনলোড করে নিন।