Gramin Ujjwala Scheme:৩১ মার্চ পর্যন্ত ১০ টাকায় LED বাল্ব কেনার সুযোগ, জানুন বিস্তারিত

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Feb 10, 2022 | 6:53 PM

Gramin Ujjwala Scheme: কনভার্জেন্স এনার্জি সার্ভিসেজ লিমিটেড (সিইএসএল) এই বাল্ব বিক্রি করে, যা একটি সরকারি কোম্পানি। এই কোম্পানি থেকে একটি পরিবার সর্বোচ্চ পাঁচটি বাল্ব কিনতে পারে।

Follow Us

নয়া দিল্লি: বর্তমানে বাড়িতে এলইডি বাল্বের ব্যবহার বাড়ছে। এই এলইডি বাল্ব থেকে না শুধু উজ্জ্বল আলো পাওয়া যায়, বরং এতে বিদ্যুতেরও সাশ্রয় হয়। মোদী সরকারও এই কারণে গ্রামীণ এলাকায় এলইডি বাল্ব ব্যবহারে উৎসাহ দিচ্ছে। তবে এই ধরনের বাল্বের দাম বাজারে অনেক বেশি। কিন্তু সরকারে বর্তমান পরিকল্পনায় এখন থেকে সস্তায় এই এলইডি বাল্ব কেনা যেতে পারে। সরকারের গ্রামীণ উজ্জ্বলা প্রকল্পের অধীনে ১২ ওয়াটের এলইডি বাল্ব মাত্র ১০ টাকায় কেনা যেতে পারে, বাজারে যার দাম বর্তমানে ১০০ টাকারও বেশি। সরকারের তরফে দেওয়া এই এলইডি বাল্বের উপর তিন বছরের গ্যারান্টিও দেওয়া হচ্ছে। কনভার্জেন্স এনার্জি সার্ভিসেজ লিমিটেড (সিইএসএল) এই বাল্ব বিক্রি করে, যা একটি সরকারি কোম্পানি। এই কোম্পানি থেকে একটি পরিবার সর্বোচ্চ পাঁচটি বাল্ব কিনতে পারে।

এই পাঁচটি রাজ্যে পাওয়া যাবে কেনার সুবিধা

সরকারের এই পরিকল্পনা এখন পাঁচটি রাজ্যে চলছে। এই রাজ্যগুলি হল বিহার, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, কর্নাটক, আর তেলেঙ্গানা। এই রাজ্যগুলির গ্রামীণ এলাকার মানুষ গ্রামীণ উজ্জ্বলা প্রকল্পের অধীনে মাত্র ১০ টাকায় এই এলইডি বাল্ব কিনতে পারেন। এই প্রকল্পের অধীনে প্রত্যেক বছর প্রায় ৭২ কোটি ইউনিট বিদ্যুৎ বাঁচানো যেতে পারে। গ্রামীণ এলাকায় ২৫০ কোটি টাকার বিদ্যুতের বিল বেঁচে যাবে।

গ্রামের মানুষ এভাবে কিনুন এলইডি বাল্ব

গ্রামীণ উজ্জ্বলা প্রকল্পের অধীনে ৫টি রাজ্যের গ্রামীণ এলাকায় এই বাল্ব বিক্রি হচ্ছে। এর জন্য গ্রামের মানুষ নিজেদের বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিদ্যুতমন্ত্রকের বক্তব্য অনুযায়ী, এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেজ লিমিটেডের সহায়ক কোম্পানি কনভার্জেন্স এনার্জি সার্ভিসেজ লিমিটেড এই প্রকল্পের আওতায় এই ধরনের এলইডি বাল্ব বিক্রি করছে। সরকারের লক্ষ্য ৫০ কোটি বাল্ব বিতরণের। এই রাজ্যগুলির গ্রামীণ এলাকার মানুষ প্রতি বিদ্যুৎ সংযোগের হিসেবে সর্বোচ্চ পাঁচটি এলইডি বাল্ব কিনতে পারেন।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

নয়া দিল্লি: বর্তমানে বাড়িতে এলইডি বাল্বের ব্যবহার বাড়ছে। এই এলইডি বাল্ব থেকে না শুধু উজ্জ্বল আলো পাওয়া যায়, বরং এতে বিদ্যুতেরও সাশ্রয় হয়। মোদী সরকারও এই কারণে গ্রামীণ এলাকায় এলইডি বাল্ব ব্যবহারে উৎসাহ দিচ্ছে। তবে এই ধরনের বাল্বের দাম বাজারে অনেক বেশি। কিন্তু সরকারে বর্তমান পরিকল্পনায় এখন থেকে সস্তায় এই এলইডি বাল্ব কেনা যেতে পারে। সরকারের গ্রামীণ উজ্জ্বলা প্রকল্পের অধীনে ১২ ওয়াটের এলইডি বাল্ব মাত্র ১০ টাকায় কেনা যেতে পারে, বাজারে যার দাম বর্তমানে ১০০ টাকারও বেশি। সরকারের তরফে দেওয়া এই এলইডি বাল্বের উপর তিন বছরের গ্যারান্টিও দেওয়া হচ্ছে। কনভার্জেন্স এনার্জি সার্ভিসেজ লিমিটেড (সিইএসএল) এই বাল্ব বিক্রি করে, যা একটি সরকারি কোম্পানি। এই কোম্পানি থেকে একটি পরিবার সর্বোচ্চ পাঁচটি বাল্ব কিনতে পারে।

এই পাঁচটি রাজ্যে পাওয়া যাবে কেনার সুবিধা

সরকারের এই পরিকল্পনা এখন পাঁচটি রাজ্যে চলছে। এই রাজ্যগুলি হল বিহার, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, কর্নাটক, আর তেলেঙ্গানা। এই রাজ্যগুলির গ্রামীণ এলাকার মানুষ গ্রামীণ উজ্জ্বলা প্রকল্পের অধীনে মাত্র ১০ টাকায় এই এলইডি বাল্ব কিনতে পারেন। এই প্রকল্পের অধীনে প্রত্যেক বছর প্রায় ৭২ কোটি ইউনিট বিদ্যুৎ বাঁচানো যেতে পারে। গ্রামীণ এলাকায় ২৫০ কোটি টাকার বিদ্যুতের বিল বেঁচে যাবে।

গ্রামের মানুষ এভাবে কিনুন এলইডি বাল্ব

গ্রামীণ উজ্জ্বলা প্রকল্পের অধীনে ৫টি রাজ্যের গ্রামীণ এলাকায় এই বাল্ব বিক্রি হচ্ছে। এর জন্য গ্রামের মানুষ নিজেদের বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিদ্যুতমন্ত্রকের বক্তব্য অনুযায়ী, এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেজ লিমিটেডের সহায়ক কোম্পানি কনভার্জেন্স এনার্জি সার্ভিসেজ লিমিটেড এই প্রকল্পের আওতায় এই ধরনের এলইডি বাল্ব বিক্রি করছে। সরকারের লক্ষ্য ৫০ কোটি বাল্ব বিতরণের। এই রাজ্যগুলির গ্রামীণ এলাকার মানুষ প্রতি বিদ্যুৎ সংযোগের হিসেবে সর্বোচ্চ পাঁচটি এলইডি বাল্ব কিনতে পারেন।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

Next Article