Bangla NewsBusiness How to Check if your Phone Number or Email Id is linked with Aadhaar Card, Check Step by Step Process
Aadhaar Card: আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর বা ইমেইল লিঙ্ক করা আছে তো? কীভাবে যাচাই করবেন, জেনে নিন
Aadhaar Card Update: আপনার কোন ফোন নম্বর বা ইমেইল আইডির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে, তা জানার জন্য আপনি "মাই আধার পোর্টাল" বা এমআধার অ্যাপ্লিকেশনে ভেরিফাই আধার ফিচার অপশনে ক্লিক করে মোবাইল নম্বরের শেষ তিনটি ডিজিট দেখতে পাবেন।
আধার আপডেট কীভাবে করবেন, জেনে নিন।
Follow Us
নয়া দিল্লি: জন্ম থেকে মৃত্যু, বর্তমানে আধার কার্ড ছাড়া কোনও কাজ করাই সম্ভব নয়। কেন্দ্রের তরফে প্রত্যেক নাগরিকের জন্য বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড। নাগরিকদের তথ্য যাচাই ও আপডেটের জন্য মোবাইল নম্বর ও ইমেইল আইডির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকে। তবে অনেক সময়ই সাধারণ মানুষ জানেনই না যে তাদের মোবাইল নম্বর বা ইমেইলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা। এই তথ্য জানা না থাকলে, দরকারের মুহূর্তে সমস্যায় পড়তে পারেন। কীভাবে জানবেন আপনার মোবাইল নম্বর ও ইমেইল আইডির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা।
আধার লিঙ্ক করা রয়েছে কিনা, দেখে নিন-
প্রথমেই আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/- এ যেতে হবে। এরপরে ভেরিফাই ইমেইল/মোবাইল নম্বর অপশনে ক্লিক করতে হবে। এছাড়া আপনি মোবাইলে এমআধার অ্যাপের মাধ্যমেও লগ ইন করতে পারেন।
এবার আপনাকে নির্দিষ্ট জায়গায় আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর ও ক্যাপচা কোড বসিয়ে ‘সেন্ড ওটিপি’ অপশনে ক্লিক করতে হবে।
এবার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নম্বরে একটি কনফার্মেশন কোড আসবে।
যদি ওই নির্দিষ্ট ফোন নম্বর লিঙ্ক না থাকে, তবে আধার কার্ড উপভোক্তার কাছে একটি নোটিফিকেশন আসবে এবং মোবাইল নম্বর আপডেট করতে বলা হবে।
কোন নম্বর লিঙ্ক রয়েছে, কীভাবে দেখবেন?
আপনার কোন ফোন নম্বর বা ইমেইল আইডির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে, তা জানার জন্য আপনি “মাই আধার পোর্টাল” বা এমআধার অ্যাপ্লিকেশনে ভেরিফাই আধার ফিচার অপশনে ক্লিক করে মোবাইল নম্বরের শেষ তিনটি ডিজিট দেখতে পাবেন।
আধার কার্ড তৈরির সময় কোন ফোন নম্বর দিয়েছিলেন, তা আপনার যদি মনে না থাকে তবে বাড়ির কাছের আধার সেন্টারে গিয়ে নিজের ফোন নম্বর বা ইমেইল আইডির সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে পারেন বা সংশোধন করতে পারেন।