Train Ticket: ট্রেনের ওয়েটিং টিকিট কনফার্ম করাবেন কীভাবে? ট্রিক শিখিয়ে দিলেন খোদ রেলমন্ত্রীই

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 18, 2024 | 8:38 AM

Indian Railways: সম্প্রতিই রাজ্যসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে ৫৭ হাজার ২০৯ জন যাত্রীকে বিকল্প ট্রেনে আসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা সম্ভব হয়েছে বিকল্প স্কিমের অধীনে।

Train Ticket: ট্রেনের ওয়েটিং টিকিট কনফার্ম করাবেন কীভাবে? ট্রিক শিখিয়ে দিলেন খোদ রেলমন্ত্রীই
ফাইল চিত্র।
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: দূরপাল্লার ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে কনফার্ম টিকিট না হলে খুব সমস্যা। ট্রেনে বসা, শোওয়ার জায়গা পাওয়া যায় না। টিকিট আরএসি হলে, তাও ট্রেনে ওঠা যায়, কিন্তু ওয়েটিং লিস্টে নাম থাকলে ট্রেনে ওঠাও যায় না। টিটিই-র হাতে ধরা পড়লে শাস্তি ও জরিমানাও হয়। তবে এই ওয়েটিং লিস্টে থাকা টিকিটও কনফার্ম হয়ে যায়। কীভাবে তা সম্ভব? সেই ট্রিক শিখিয়ে দিলেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবই।

সম্প্রতিই রাজ্যসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে ৫৭ হাজার ২০৯ জন যাত্রীকে বিকল্প ট্রেনে আসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা সম্ভব হয়েছে বিকল্প স্কিমের অধীনে। এনসিপি সাংসদ ফৌজিয়া খানের প্রশ্নের জবাবেই রেলমন্ত্রী জানান, আইআরসিটিসি-র উদ্যোগ বিকল্প স্কিমে কোনও যাত্রী যদি একটি ট্রেনে কনফার্ম টিকিট না পান এবং বিকল্প স্কিমে অ্যাপ্লাই করেন, তবে একই রুটের অন্য ট্রেনে ব্যবস্থা করে দেওয়া হবে।

বিকল্প স্কিমে নিশ্চিতভাবে কনফার্ম টিকিটের গ্যারান্টি না দিলেও, কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। যদি কারোর টিকিট কনফার্ম না হয়, তবে এই স্কিমে আবেদন করতে পারেন।

Next Article