নয়া দিল্লি: পরিচয়পত্র হিসাবে প্রথমেই আমাদের মাথায় আসে ভোটার আইডি কার্ডের। আধার কার্ডের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিচয়পত্রও। বিশেষ করে যেকোনও নির্বাচনে ভোট দেওয়ার সময় প্রয়োজন পড়ে ভোটার কার্ডের। তবে ভোটার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি সবসময় সঙ্গে রাখাও যায় না হারিয়ে যাওয়ার ভয়ে। সেই কারণেই নির্বাচন কমিশনের তরফে তৈরি করা হয়েছে ই-এপিক, যা হল ভোটার আইডি কার্ডের ইলেকট্রনিক ভার্সন। এটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করা যায়। ফলে প্রয়োজন পড়লে সহজেই মোবাইল খুলে দেখিয়ে দেওয়া যায় এই কার্ড। প্রয়োজন পড়লে এই ডিজিটাল কার্ডের প্রিন্ট আউট বের করে ল্য়ামিনেটও করে রাখতে পারেন। কিন্তু কীভাবে এই e-EPIC বা ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে হয়, জানেন?
প্রথমেই https://www.nvsp.in/ বা http://voterportal.eci.gov.in/- এই ওয়েবসাইটে যেতে হবে।
সেখানে ডাউনলোড e-EPIC Card বলে একটি অপশন দেখা যাবে। তাতে ক্লিক করতে হবে।
এবার নতুন ইউজার হিসাবে আপনাকে লগ ইন বা রেজিস্টার করতে হবে।
এবার ‘e-EPIC Download’ অপশনে ক্লিক করতে হবে।
এখানে আপনাকে EPIC Number বা ভোটার কার্ড নম্বর বসাতে হবে।
রেজিস্টার করা মোবাইল নম্বরে এবার একটি ওটিপি আসবে।
ওই ওটিপি দিলেই ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করা যাবে।
এক্ষেত্রে আপনাকে প্রথমে ই-কেওয়াইসি (e-KYC) অপশনে ক্লিক করে যাবতীয় তথ্য জমা দিতে হবে।
এরপর ফেস লাইভনেস ভেরিফিকেশন হবে।
এই ভেরিফিকেশন হয়ে গেলেই KYC ফর্মে নিজের বৈধ মোবাইল নম্বরটি দিন।
মোবাইল নম্বর রেজিস্টার হয়ে গেলেই ডিজিটাল ভোটার কার্ড বা e-EPIC ডাউনলোড করতে পারবেন।
উল্লেখ্য়, আপনার নাম ভোটার তালিকায় রয়েছে কি না, তা http://voterportal.eci.gov.in/ বা http://electoralsearch.in/- এ গিয়ে দেখতে পারেন।