SBI PAN link : আপনি একাজ করতে ভুলে গিয়ে থাকলেই বিপদ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হতে পারে টাকা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 19, 2022 | 9:45 PM

SBI PAN link : বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক। কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমেই অনলাইনে SBI এর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কীভাবে নিজের প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন।

SBI PAN link : আপনি একাজ করতে ভুলে গিয়ে থাকলেই বিপদ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হতে পারে টাকা
ফাইল ছবি

Follow Us

সরকারের তরফে অনেকদিন আগেই ঘোষণা করা হয়েছে প্য়ান কার্ড ও আধার কার্ডের মধ্যে লিঙ্ক করার। এবং নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেও প্যান ও আধার লিঙ্ক করিয়ে নেওয়া প্রয়োজনীয়। নয়তো হতে পারে জড়িমানা। তাই টাকা খোয়ানোর হাত থেকে মুক্তি পেতে এখনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান ও আধার লিঙ্ক করুন। আপনি যদি এসবিআই গ্রাহক হন, তাহলে কীভাবে সহজেই বাড়িতে বসে এই লিঙ্ক করবেন জেনে নিন।

বাড়িতে বসেই ভারতীয় স্টেট ব্যাঙ্কের (State Bank of India) এর ইন্টারনেট ব্যাঙ্কিং পোর্টাল থেকেই আপনার এসবিআই অ্যাকাউন্টের সঙ্গে প্যান লিঙ্ক করা সম্ভব। শুধু নিম্নোক্ত ধাপগুলি অনুসরণ করতে হবে।

  1. এসবিআই-র অফিসিয়াল ওয়েবসাইটে যান – www.onlinesbi.com
  2. সেখানে ‘My Accounts’ এর মধ্যে ‘Profile-PAN Registration’ এ যান
  3. সেখানে আপনার অ্যাকাউন্ট নম্বর ও প্যান নম্বর নির্বাচন করুন এবং ‘Submit’এ ক্লিক করুন
  4. এবার প্রসেসিংয়ের জন্য আপনার অনুরোধ SBI শাখায় চলে যাবে
  5. সাত দিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার প্যান নম্বর লিঙ্ক করার অনরোধ পূরণ করা হবে
  6. এই সংক্রান্ত তথ্য় আপনাকে ব্যাঙ্কে রেজিস্টার করা আপনার মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে

এক্ষেত্রে বলে রাখা দরকার, আপনার যদি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে রেজিস্টার করা না থাকে তাহলে ATM বা ডেবিট কার্ডের তথ্য় দিয়েও আপনি প্যান নম্বর লিঙ্ক করতে পারেন।

তবে ডেবিট কার্ড দিয়েও ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক করতে না পারলে ব্যাঙ্কের শাখাতে গিয়েও আপনি লিঙ্কের আবেদন করতে পারেন। তার জন্য আপনাকে যা করতে হবে-

আপনার সঙ্গে প্যান কার্ডের একটি ফোটোকপি সঙ্গে নিয়ে যান

  1. ‘Letter of Request’ পূরণ করুন
  2. প্যান কার্ডের ফটোকপি সমেত সেই চিঠিটি জমা দিন
  3. যাচাইয়ের পর আপনার প্যান কার্ড লিঙ্কের প্রক্রিয়া শেষ
  4. এরপর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে লিঙ্কের বিষয়ে বার্তা পাবেন
Next Article