UPI Payment In WhatsApp : হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করবেন কীভাবে? বিস্তারিত পদ্ধতি জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Aug 23, 2022 | 12:25 PM

UPI Payment In WhatsApp : এখন শুধুমাত্র কথাবার্তাতেই আটকে নেই হোয়াটসঅ্যাপ। এখন এর মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা সম্ভব।

UPI Payment In WhatsApp : হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করবেন কীভাবে? বিস্তারিত পদ্ধতি জেনে নিন
প্রতীকী চিত্র

Follow Us

সাধারণত বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগের একটি জনপ্রিয় সোশ্যাল মাধ্যম হল হোয়াটসঅ্যাপ। এখন ব্যক্তিগত চিটচ্য়াটের গণ্ডি থেকে বেরিয়ে কর্পোরেটর চৌহদ্দিতে ঢুকে পড়ার গ্রহণযোগ্যতা কুড়িয়েছে এই সোশ্যাল মিডিয়া। হোয়াটসঅ্য়াপ গ্রুপের মাধ্যমে এখন অফিসিয়াল বাক্য় বিনিময়ও হয়ে থাকে। আর ব্যবসায়ীরা তো হোয়াটসঅ্য়াপ বিজনেঞ্চস অপশনের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে আপনি ইউপিআই পেমেন্ট করতে পারেন তা হয়ত অনেকেই জানেন না।

প্রসঙ্গত, হোয়াটসঅ্য়াপ পেমেন্ট পরিষেবার বেটা সংস্করণ ২০১৮ সালে লঞ্চ করা হয়। ২০২০ সালে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফে পেমেন্ট পরিষেবা চালু করার বিষয়ে অনুমোদন দেওয়া হয় হোয়াটসঅ্যাপকে। হোয়াটসঅ্যাপ পেমেন্ট ব্য়বহার করে ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করা সম্ভব ইউপিআই-র মাধ্যমে। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কীভাবে পেমেন্ট করবেন জেনে নিন :

  1. আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন। তারপর পেমেন্ট সেকশনে যান। অ্যান্ড্রয়েড ফোন হলে ডানদিকের তিনটি ডটে ক্লিক করুন। আইফোন ব্যবহারকারীরা সেটিংস থেকে পেমেন্টের অপশন পেয়ে যাবেন।
  2. পেজটির মাঝামাঝি জায়গায় ‘Add Payment Method’ এ ক্লিক করুন।
  3. যে ব্যাঙ্কের সঙ্গে আপনি হোয়াটসঅ্যাপ জুড়তে চান সেই ব্যাঙ্কে ক্লিক করুন।
  4. বাকি ধাপ অনুসরণ করে যান এবং আপনার ফোন নম্বরের সঙ্গে সম্পর্কিত ইউপিআই-র বিস্তারিত তথ্য নিজে থেকে নিয়ে নেবে।
  5. এসএমএস-র মাধ্যমে আপনার ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট যাচাই করুন।
  6. হয়ে গিয়েছে অপশনে ক্লিক করুন।
Next Article