সাধারণত বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগের একটি জনপ্রিয় সোশ্যাল মাধ্যম হল হোয়াটসঅ্যাপ। এখন ব্যক্তিগত চিটচ্য়াটের গণ্ডি থেকে বেরিয়ে কর্পোরেটর চৌহদ্দিতে ঢুকে পড়ার গ্রহণযোগ্যতা কুড়িয়েছে এই সোশ্যাল মিডিয়া। হোয়াটসঅ্য়াপ গ্রুপের মাধ্যমে এখন অফিসিয়াল বাক্য় বিনিময়ও হয়ে থাকে। আর ব্যবসায়ীরা তো হোয়াটসঅ্য়াপ বিজনেঞ্চস অপশনের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে আপনি ইউপিআই পেমেন্ট করতে পারেন তা হয়ত অনেকেই জানেন না।
প্রসঙ্গত, হোয়াটসঅ্য়াপ পেমেন্ট পরিষেবার বেটা সংস্করণ ২০১৮ সালে লঞ্চ করা হয়। ২০২০ সালে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফে পেমেন্ট পরিষেবা চালু করার বিষয়ে অনুমোদন দেওয়া হয় হোয়াটসঅ্যাপকে। হোয়াটসঅ্যাপ পেমেন্ট ব্য়বহার করে ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করা সম্ভব ইউপিআই-র মাধ্যমে। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কীভাবে পেমেন্ট করবেন জেনে নিন :