নয়াদিল্লি: ডিজিটাল দুনিয়ায় অনলাইনে লেনদেনে জোয়ার এসেছে। কোভিড অতিমারি পর্বের পর তা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। ট্র্যাফিক আইন ভাঙলে জরিমানা করে ট্র্যাফিক পুলিশ। জরিমানার চালান চলে আসে নথিভুক্ত মোবাইল নম্বরে। সেই চালানের জরিমানার টাকা এবার থেকে জমা দিতে পারবেন ইউপিআই-এর মাধ্যমে। আগে ইউপিআই-এর মাধ্যমে দেওয়া যেত না চালানের টাকা। এই সুবিধাও এ বার অন্তর্ভুক্ত হল।
রাস্তায় যেতে গিয়ে কোনও কারণে ট্র্যাফিক নিয়ম ভঙ্গ হলে জরিমানার মুখে পড়তে হয়। পুলিশ জরিমানা করলে সেখানেই টাকা মিটিয়ে দিতে পারেন। আবার চালানের মাধ্যমে নিজেও দিতে পারেন জরিমানার টাকা। সেই কাজই এ বার করা যাবে ইউপিআই-এর মাধ্যমে। ই-চালান তৈরির ৬০ দিনের মধ্যে এই টাকা শোধ করতে হবে।
পেটিএম মোবাইল অ্যাপের মাধ্যমে এই টাকা আপনি জমা দিতে পারবেন। এর পাশাপাশি মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইয়েজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও চালানের টাকা জমা দিতে পারেন। সেখানে গিয়েও ইউপিআই-এর মাধ্যমে পরিশোধের বিকল্প পাবেন। আার ডেবিট কার্ডের মাধ্যমেও আপনি জরিমানার টাকা দিতে পারেন।
তবে আপনি যদি প্রযুক্তি সঙ্গে তেমন সড়গড় না হন, অনলাইনে লেনদেন করতে না জানেন, তাহলেও চিন্তা করার কোনও কারণ নেই। কারণ ইউপিআই-এর মাধ্যমে জরিমানা দেওয়ার উপায় এলেও পুরনো সব উপায় চালু রয়েছে। থানায় গিয়ে আপনি এই টাকা জমা দিতে পারবেন।