নয়া দিল্লি: সারা বছর ধরে উদয়াস্ত কাজ করার পর মার্চ মাসের অপেক্ষায় থাকেন বিভিন্ন সংস্থার কর্মীরা। ভারতে বেশিরভাগ বেসরকারি সংস্থায় বেতন বৃদ্ধি হয় মার্চ মাসে। ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। কর্মীদের মধ্যে আশা ও আশঙ্কার দোলাচল শুরু হয়ে যায়। বাড়বে তো বেতন? বাড়লেই বা সেটা কত? মূল্যবৃদ্ধির বাজারে পকেট ভরবে তো? এবার যেভাবে একাধিক সংস্থা থেকে ছাঁটাইয়ের খবর সামনে এসেছে, তাতে আশঙ্কায় রয়েছেন অনেক কর্মীই। Aon নামে এক সংস্থা সম্প্রতি এক সমীক্ষা করে বের করেছে, এবছর কত বাড়তে পারে কর্মীদের বেতন?
সমীক্ষায় দেখা যাচ্ছে, ২০২৪ সালে কর্মীদের গড় বেতনবৃদ্ধি হতে পারে ৯.৫ শতাংশ। গত বছরের তুলনায় এই অঙ্ক কতটা কম। গত বছর গড়ে ৯.৭ শতাংশ বেতন বৃদ্ধি হয়েছিল কর্মীদের। প্রায় ১,৪১৪টি সংস্থার মধ্যে এই সমীক্ষা করেছে ওই সংস্থা। দেখা গিয়েছে, প্রতি চারটির মধ্যে তিনটি সংস্থাই ৯ শতাংশ বেতন বৃদ্ধি করতে সম্মত হয়েছে।
কোন ক্ষেত্রে বেতন কত বাড়বে?
Aon-এর সমীক্ষার রিপোর্ট বলছে, নন-ব্যাঙ্কিং ফিনান্স সংস্থাগুলি এই বছর ভাল অঙ্কের বেতন বৃদ্ধি করতে পারে। প্রায় ১১.১০ শতাংশ বেতন বৃদ্ধি হতে পারে ওই সব সংস্থার কর্মীদের। গত বছর ১০.৭ শতাংশ বেতন বৃদ্ধি হয় এই সব সংস্থায়। অটোমোবাইল সংস্থায় ৯.৯০ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠানে ৯.৯০ শতাংশ, ব্যাংকিং বিভাগে ৯.৮০ শতাংশ বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
বেতন বৃদ্ধি হতে পারে ই-কমার্স সংস্থাগুলিতেও। সে ক্ষেত্রে ৯.২ থেকে ৯.৬ শতাংশ বেতন বাড়তে পারে। রিটেল সংস্থায় ৮.৪ শতাংশ থেকে ৯.২ শতাংশ বেতন বাড়তে পারে, স্টার্টআপ সংস্থায় ৮.৫ থেকে ৯ শতাংশ বেতন বাড়তে পারে, প্রযুক্তির ক্ষেত্রে ৮.২ শতাংশ থেকে ৯.১ শতাংশ বেতন বাড়তে পারে।