নয়াদিল্লি: আখের ন্যায্য পারিশ্রমিক মূল্য বা ফেয়ার অ্যান্ড রেমুনারেটিভ প্রাইস (FRP) বৃদ্ধির কথা বুধবার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আখচাষিদের কথা মাথায় রেখেই এই ঘোষণা করেছে মোদী সরকার। কুইন্টাল প্রতি ২৫ টাকা বৃদ্ধির জেরে আখের নতুন এফআরপি হয়েছে ৩৪০ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য নতুন দাম ধার্য করা হয়েছে। এই ঘোষণা প্রভাব ফেলেছে চিনির স্টকে। বলরামপুর চিনি থেকে রেনুকা সুগার- শেয়ার মার্কেটে বিভিন্ন চিনির স্টকের দাম পড়েছে। এর জেরে আগামী দিনে চিনির দামও বাড়তে পারে বলে আশঙ্কা।
বলরামপুর চিনি চিনি বাজারের অন্যতম বড় অংশ। বৃহস্পতিবার বাজার খোলার পর বলরামপুর চিনির শেয়ার দর ৩৭৫ টাকা থেকে কমে হয়েছে ৩৭২ টাকা। রেণুকা সুগারের দরও কমে হয়েছে ৪৭.৮ টাকা। বুধবারের তুলনায় তা ৩ শতাংশ কমেছে বলে জানা গিয়েছে। তবে শুধু এই দুটি শেয়ারই নয় দ্বারিকেশ সুগার, রানা সুগার, ডালমিয়া ভারত, ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ, কেসিপি সুগার, মাওয়ানা সুগারের মতো একাধিক শেয়ার দর পড়েছে। সেই তালিকায় রয়েছে সিম্ভোলি সুগার লিমিটেড, বিশ্বরাজ সুগার ইন্ড্রাস্ট্রিজ, বাজাজ হিন্দুস্তান সুগারের মতো একাধিক চিনি উৎপাদক সংস্থা।
সরকার বিভিন্ন ফসলের ক্ষেত্রে যেমন এমএসপি দিয়ে থাকে, চিনির ক্ষেত্রে তেমনই দেয় এফআরপি। সুগারকেন কন্ট্রোল অর্ডার ১৯৬৬ অনুযায়ী তা দেওয়া হয়। বৃষ্টিপাতের অভাবে আগামী অর্থবর্ষে আখের উৎপাদন কম হওয়ার পূর্বাভাস রয়েছে। তা হলে চিনির দাম বৃদ্ধির আশঙ্কা থেকেই যাচ্ছে।