AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Voter List: ভোটার তালিকায় নাম চেক করবেন কীভাবে?

ভোটার তালিকায় আপনার নাম যাচাই করতে কোথাও যেতে হবে না। বরং ঘরে বসেই সহজেই খুঁজে নিতে পারেন আপনার নাম।

Voter List: ভোটার তালিকায় নাম চেক করবেন কীভাবে?
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: May 09, 2023 | 12:09 AM
Share

নয়া দিল্লি: বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে নির্বাচন হয়। সম্প্রতি কর্নাটকে নির্বাচন হতে চলেছে। এমতাবস্থায় অনেক ভোটার ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন, কিন্তু ভোটার তালিকায় তাদের নাম আছে কি না তা জানেন না। আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে, তাহলে আপনি সহজেই ভোটার তালিকায় আপনার নাম চেক করতে পারবেন। আসুন জেনে নেই কিভাবে।

ভোটার তালিকায় আপনার নাম যাচাই করতে কোথাও যেতে হবে না। বরং ঘরে বসেই সহজেই খুঁজে নিতে পারেন আপনার নাম। এর জন্য আপনার অবশ্যই ভোটার আইডি বা এর EPIC নম্বর থাকতে হবে। একই সময়ে, আপনার নম্বরটিও আধার বা ভোটার আইডির জন্য সংযুক্ত হওয়া উচিত।

কীভাবে ভোটার তালিকায় নাম চেক করবেন? ১) ভোটার তালিকায় নাম খুঁজে পেতে, আপনাকে প্রথমে ভোটারের অফিসিয়াল ওয়েবসাইট nvsp-এ যেতে হবে। ২) এরপর সেখানে সার্চ ইন ইলেক্টোরাল রোলে ক্লিক করুন। ৩)এখন এখানে আপনাকে আপনার তথ্য যেমন নাম, ঠিকানা, বয়স, EPIC নম্বর, মোবাইল নম্বর এবং নির্বাচনী এলাকা লিখতে হবে। ৪)এর পর সার্চ বাটনে ক্লিক করুন। ৫)এবার আপনার এলাকার ভোটার তালিকা আপনার সামনের উইন্ডোতে আসবে। সেখানে আপনার নাম খুঁজে পেতে পারেন। ৬)এছাড়াও আপনি নীচে স্ক্রোল করে আপনার নাম দেখতে পারেন।

আগামীকাল কর্ণাটকে নির্বাচন প্রসঙ্গত, কর্নাটকে বিধানসভা নির্বাচন আগামী ১০ মে, বুধবার। আগামী ১৩ মে, শনিবার নির্বাচনের ফল প্রকাশ করা হবে।