Howrah-Puri Vande Bharat Express: একবেলাতেই জগন্নাথ দর্শন, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে যেতে কত খরচ হবে?
Vande Bharat Express Ticket Fare: রেলের তথ্য অনুযায়ী, হাওড়া থেকে ছাড়ার পর ট্রেনটি প্রথমে দাঁড়াবে খড়্গপুরে। এরপর বালাসোর, ভদ্রক, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর ও খুরদা রোডে দাঁড়াবে ট্রেন। শেষ গন্তব্য হবে পুরী।

কলকাতা: অপেক্ষার অবসান। আগামিকাল, অর্থাৎ ১৮ মে থেকেই শুরু হচ্ছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের (Howrah-Puri Vande Bharat Express) যাত্রা। তবে হাওড়া থেকে নয়, পুরী থেকে যাত্রা শুরু করছে নতুন বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারতের এই নতুন ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বৃহস্পতিবার বন্দে ভারতের উদ্বোধন হলেও, যাত্রীদের জন্য এই নতুন ট্রেনের পরিষেবা শুরু হবে আগামী ২০ মে থেকে। অর্থাৎ ২০ মে থেকে এবার আপনি এক বেলাতেই পৌঁছে যাবেন হাওড়া থেকে পুরী। তবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের টিকিটের দাম (Ticket Fare) কত হবে জানেন?
হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের টিকিটের দাম কত?
রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের মতোই হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসেও দুটি শ্রেণি থাকবে, চেয়ারকার ও এগজেকিউটিভ ক্লাস। চেয়ার কারে হাওড়া থেকে পুরী বা পুরী থেকে হাওড়া আসার জন্য যাত্রীদের খরচ হবে ১২৬৫ টাকা। অন্যদিকে,এগজেকিউটিভ ক্লাসে যাত্রার জন্য ২৪২০ টাকা খরচ হবে।
জানা গিয়েছে, বন্দে ভারতের এই টিকিটের মধ্যে খাবার দামও ধরা থাকছে। এক্ষেত্রে যাত্রীরা সময় অনুযায়ী প্রাতরাশ, মধ্যাহ্নভোজন ও নৌশভোজ ধরা থাকবে। তবে যাত্রীরা চাইলে খাবার নাও নিতে পারেন। এ ক্ষেত্রে চেয়ারকারে আসনের জন্য যাত্রীদের খরচ পড়বে ১১৬০ টাকা।
এগজেকিউটিভ ক্লাসের ক্ষেত্রেও খাবার সহ টিকিটের ভাড়া ধার্য করা হয়েছে ২৪২০ টাকা। তবে কোনও যাত্রী যদি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে খাবার না নিতে চান, তবে তাদের ২০০ টাকা কম খরচ হবে। অর্থাৎ সে ক্ষেত্রে টিকিটের জন্য খরচ হবে ২২৮০ টাকা।
কখন ছাড়বে বন্দে ভারত?
উদ্বোধনের দিন, অর্থাৎ ১৮ মে পুরী থেকে দুপুর ১২টায় যাত্রা শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস। তবে আগামী ২০ মে থেকে হাওড়া-পুরী রুটে স্বাভাবিক পরিষেবা চালু হবে। বর্তমানে সপ্তাহে ৬ দিনই এই রুটে ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। হাওড়া থেকে ভোর ৬টা ১০ মিনিটে ছাড়বে এই ট্রেন। পুরীতে পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে।
ওই দিনই আবার দুপুর ১টা ৫০ মিনিটে পুরী থেকে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়ায় ওই ট্রেন এসে পৌঁছবে রাত সাড়ে ৮টায়।
কোন কোন স্টপেজে দাঁড়াবে বন্দে ভারত এক্সপ্রেস?
রেলের তথ্য অনুযায়ী, হাওড়া থেকে ছাড়ার পর ট্রেনটি প্রথমে দাঁড়াবে খড়্গপুরে। এরপর বালাসোর, ভদ্রক, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর ও খুরদা রোডে দাঁড়াবে ট্রেন। শেষ গন্তব্য হবে পুরী।
