কলকাতা : মঙ্গলে সুখবর গয়না ক্রেতাদের জন্য। সোনার দাম শুনে সোনার দোকানে ভিড় জমাতেই পারেন। বৈশাখ মাস জুড়ে বিয়ের নেমন্তন্ন আসতেই থাকে। নেমন্তন্নের কারণে টুকিটাকি সোনা কেনাকেটা করতেই হয়। সেক্ষেত্রে সোনার দামে সামান্য পতন হলেও হাফ ছেড়ে বাঁচেন মধ্যবিত্ত থেকে ধনী সকলেই। গত দু’দিন সোনার দাম সপ্তাহের রেকর্ড উচ্চতায় থাকলেও মঙ্গলবারে মঙ্গলবার্তা পেলেন ক্রেতারা। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হল ৪৭,১০০ টাকা। এদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হল ৫১,৩৮০ টাকা। রুপোর দামেও হল রেকর্ড পতন। এদিন ১ কেজি রুপোর বাটের দাম হল ৬১,৯০০ টাকা।
প্রতিবেদনটি লেখার সময় অনুযায়ী আজকের সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৭১০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,৬৮০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৭,১০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৭১,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,১৩৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪১,১০৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫১,৩৮০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,১৩,৮০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬১,৯০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
গতকাল ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার শেষ দাম ছিল ৪৭,৫০০ টাকা। সেখানে আজ মঙ্গলবার ৪০০ টাকা দাম কমল সোনার। এদিন ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার শেষ দাম হল ৪৭,১০০ টাকা। গতকাল ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫১,৮১০ টাকা। মঙ্গলবার তার দাম কমল ৪৩০ টাকা। এদিন ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম হল ৫১,৩৮০ টাকা। গতকাল ১ কেজি রুপোর শেষ দাম ছিল ৬২,৫০০ টাকা। এদিন ৬০০ টাকা দাম কমে হল ৬১,৯০০ টাকা।
বিশ্ব বাজারেও ধাপে ধাপে কমছে সোনার দাম। গতকালের তুলনায় আবারও সামান্য কমল সোনার দাম। গতকাল ১ ট্রয় আউন্স সোনার দাম হল ১,৮৭৫.৫০ মার্কিন ডলার। এদিন তার দাম হল ১,৮৫৯.৯৫ মার্কিন ডলার।
সোনার শেয়ার বাজারের দাম :
এদিন শেয়ার বাজারেও টাইটান কোম্পানির শেয়ারের দাম কমল অনেকটা। এদিন টাইটান কোম্পানির শেয়ারের শেষ দাম ২,১৪৬.৬৫ টাকা। কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম ৫৯.২৫ টাকা। পিসি জুয়েলারের শেয়ারের দাম একই রয়েছে। এদিন এই শেয়ারের দাম ২১.০০ টাকা।