Share Market: দুই সপ্তাহে বিশাল রিটার্ন, সরকারি এই স্টকই হতে চলেছে দালাল স্ট্রিটের লম্বা রেসের ঘোড়া?

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Dec 13, 2023 | 7:16 AM

Share Market: পরিসংখ্যান বলছে, তালিকাভুক্তির পর মাত্র ১১ দিনেই বিনিয়োগকারীদের ২১৮ শতাংশের রিটার্ন দিয়েছে এই সংস্থার শেয়ার। গত দুই দিনে দাম বেড়েছে ৪৪ শতাংশের বেশি। তাতেই চোখ কপালে উঠছে বিনিয়োগকারীদের।

Share Market: দুই সপ্তাহে বিশাল রিটার্ন, সরকারি এই স্টকই হতে চলেছে দালাল স্ট্রিটের লম্বা রেসের ঘোড়া?
অলঙ্করণ: অভীক দেবনাথ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ঊর্ধ্বগতির নিরিখে রোজই নিত্যনতুন রেকর্ড তৈরি হচ্ছে দালাল স্ট্রিটে। বেশ কয়েক মাসের মন্দাদশা কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে একাধিক স্টক। তালিকায় সরকারি, বেসরকারি সব সংস্থার স্টকই রয়েছে। কিন্তু, মাত্র ১৫ দিন আগে যাত্রা শুরু এখনই দাম হয়ে গিয়েছে তিন গুণের বেশি। তাতেই চমকে দিচ্ছে পুনর্ব্যবহারযোগ্য পাওয়ার কোম্পানি ইন্ডিয়ান রিনিউবল এনার্জি ডেভ এজেন্সি লিমিটেড। প্রসঙ্গত, গত ২৯ নভেম্বর বাজারে তালিকাভুক্তি হয়েছিল এই স্টকটির। পা রাখার পর থেকেই বুল রান দেখা গিয়েছে এই শেয়ারের। 

পরিসংখ্যান বলছে, তালিকাভুক্তির পর মাত্র ১১ দিনেই বিনিয়োগকারীদের ২১৮ শতাংশের রিটার্ন দিয়েছে এই সংস্থার শেয়ার। গত দুই দিনে দাম বেড়েছে ৪৪ শতাংশের বেশি। তাতেই চোখ কপালে উঠছে বিনিয়োগকারীদের। এদিকে আইপিও যখন ছাড়া হয়েছিল তখন এই সংস্থাটির শেয়ার প্রতি দাম ছিল ৩২ টাকা। বর্তমানে মঙ্গলবার বাজার বন্ধের পর এই স্টকের দাম দাঁড়িয়েছে ১০২ টাকা। 

বাজার বিশেষজ্ঞদের একাংশ বলছে, আগামীতে লম্বা দৌড়ের ঘোড়া হতে পারে এই শেয়ার। দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে এই স্টকের হাত ধরে ঘরে বড় লাভ তুলতে পারেন বিনিয়োগকারীরা। পরিসংখ্যান বলছে, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে সংস্থাটির নিট মুনাফা হয়েছে ৫৮ শতাংশ। ওয়াকিবহাল মহলের ধারনা, বর্তমানে গোটা দেশেই  পুনর্ব্যবহারযোগ্য শক্তির চাহিদা অনেকটাই বাড়ছে। সে কারণেই এই সংস্থার গতিবিধির উপর নজর রাখছেন অনেকেই। তাতেই এই শ্রীবৃদ্ধি বলে মনে করা হচ্ছে। 

বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।

 

Next Article