নয়া দিল্লি: আপনার আইসিআইসিআই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে? তবে আপনার জন্য রয়েছে ভাল খবর। এক ধাক্কায় বেশ অনেকটাই সুদের হার বাড়াল আইসিআইসিআই ব্যাঙ্ক। এই ব্যাঙ্কে যাদের ফিক্সড ডিপোজিট রয়েছে, তারা এই সুবিধা পাবেন। আইসিআইসিআই ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ২ থেকে ৫ কোটির ফিক্সড ডিপোজিটের উপরে সুদের হার ৫.৯০ শতাংশ বাড়ানো হল। এই ফিক্সড ডিপোজিটের মেয়াদ ৭ দিন থেকে ১০ বছর অবধি হতে পারে। আগে এই সুদেপ হার ছিল ৩.৫০ শতাংশ।
আইসিআইসিআই ব্যাঙ্কের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে, ২ থেকে ৫ কোটির ফিক্সড ডিপোজিটের উপরে সুদের হার ৩.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৯০ শতাংশ করা হল। ২৬ অগস্ট থেকেই এই নতুন সুদের হার কার্যকর হয়েছে। এর আগে গত ১৯ অগস্ট ২ কোটি টাকার কমে থাকা ফিক্সড ডিপোজিটের উপরে সুদের হার বাড়ানো হয়েছিল।
৭ থেকে ১৪ দিনের মেয়াদে যে ফিক্সড ডিপোজিটগুলি রয়েছে, তাতে সুদের হার বাড়িয়ে ৩.৫০ শতাংশ করা হয়েছে।
১৫ থেকে ২৯ দিনের মেয়াদে যে ফিক্সড ডিপোজিটগুলি রয়েছে, তাতেও সুদের হার ৩.৫০ শতাংশই রাখা হচ্ছে।
৩০ থেকে ৪৫ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপরে সুদের হার ৩.৬০ শতাংশ করা হয়েছে।
৪৬ দিন থেকে ৬০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপরে সুদের হার ৪ শতাংশ করা হয়েছে।
৬১ দিন থেকে ৯০ দিনের মেয়াদ্র ফিক্সড ডিপোজিটগুলির সুদের হার ৪.৭৫ শতাংশ রাখা হয়েছে।
৯১ দিন থেকে শুরু করে ১৮৪ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.২৫ শতাংশ।
১৮৫ থেকে ২৭০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৫.৪০ শতাংশ।
২৭১ দিন থেকে এক বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.৬০ শতাংশ।
১ থেকে ৫ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.০৫ শতাংশ করা হয়েছে।
৫ বছর থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.৯০ শতাংশ।