Bank Fraud: ICICI Bank নতুন ধরনের প্রতারণা নিয়ে গ্রাহকদের সতর্ক করল, এই E-Mail কি আপনিও পেয়েছেন?

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jul 08, 2022 | 9:00 AM

Bank Fraud: আইসিআইসিআই ব্যাঙ্ক গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখে তাদের সতর্ক করা হয়েছে। ব্যাঙ্কের তরফে গ্রাহকদের কাছে গিয়েছে একটি বিশেষ ইমেল।

Bank Fraud: ICICI Bank নতুন ধরনের প্রতারণা নিয়ে গ্রাহকদের সতর্ক করল, এই E-Mail কি আপনিও পেয়েছেন?
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

দিনের পর দিন ব্যাঙ্কিং পরিষেবা সহজ থেকে সহজতর হচ্ছে, প্রয়ু একের পর এক ব্যাঙ্ক প্রতারণার খবর সামনে আসছে। প্রতারকদের হাতে বিন্দুমাত্র সুযোগ তুলে দিলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাবে আপনার কষ্টের উপার্জন। এখন ব্যাঙ্কিং পরিষেবা এতটাই সহজ হয়ে গিয়েছে এক নিমেষে টাকা লেনদেন করা সম্ভব। টাকা লেনদেনের সময়ই প্রতারণার শিকার হতে হয় অনেক ব্যাঙ্ক গ্রাহককে। এবার এই নিয়ে ব্যাঙ্ক গ্রাহকদের সতর্ক করল দেশের অন্যতম সেরা বেসরকারি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক।

আইসিআইসিআই ব্যাঙ্ক গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখে তাদের সতর্ক করা হয়েছে। ব্যাঙ্কের তরফে গ্রাহকদের কাছে গিয়েছে একটি বিশেষ ইমেল। সেই ইমেলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বলেছে, “আমরা সবসময়ই আপনাদের আর্থিক নিরাপত্তার দিক গুলি মাথায় রাখি। সেই কারণে আপনাদের সতর্ক করে আমরা বলতে চাই এক নতুন ধরনের প্রতারণা ধীরে ধীরে শুরু হয়েছে।” আইসিআইসিআই ব্যাঙ্ক জানিয়েছে, প্রতারকরা ব্যাঙ্ক গ্রাহকদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক হ্যাক করে সেই ব্যক্তির পরিচিতদের মেসেজ করে টাকা চাইছে। ব্যাঙ্কের মতে, “এই সময়ে আমরা টাকার দাবি জানিয়েছে অনেকগুলি আবেদন পেয়েছি। স্বাভাবিকভাবেই গ্রাহকদের পরিচিত ব্যক্তিরা মনে করেন তাদের টাকার প্রয়োজন। সেই কারণে ফোন করে যাচাই না করেই তার সেই ব্যক্তিকে টাকা পাঠিয়ে দেন।” এই বিষয়গুলি গ্রাহকদের সতর্ক করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক।

ডেবিট কার্ড নিয়েও গ্রাহকদের সতর্ক করে আরও একটি ইমেল পাঠিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। এক নজরে নিয়মগুলি দেখে নিন…

  1. আপনার ডেবিট কার্ড অন্য কারও হাতে তুলে দেবেন না। ডেবিট কার্ডের পিন কোথাও লিখে রাখবেন না।
  2. ফোন বা ইমেল মারফত কাউকে কোনও আর্থিক তথ্য দেবেন না।
  3. এটিএমে কোনও অপরিচিত ব্যক্তির থেকে সাহায্য নেবেন না।
  4. এটিএম মেশিন থেকে টাকা বের করার সময় দেখে নেবেন পিছনে কেউ দাঁড়িয়ে আছে কি না।
  5. আইসিআইিআই ব্যাঙ্ক কখনও ফোন করে পিন অথবা পাসওয়ার্ড জিজ্ঞেস করে না।
  6. কোনও ধরনের অস্বাভাবিক লেনদেন চোখে পড়লে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানান।
  7. ল্যাপটপ অথবা স্মার্টফোন কার্ডের তথ্য সংরক্ষণ করে রাখবেন না।
Next Article