দীপাবলি উপলক্ষে বিশেষ উপহারের ঘোষণা করেছে আইডিবিআই ব্যাঙ্ক (IDBI Bank)। ‘অমৃত মহোৎসব এফডি’ (Amrit Mahotsav FD) নামে স্থায়ী আমানতের ঘোষণা করা হয়েছিল আগেই। তবে এবার এই ডিপোজিট স্কিমের অধীনে স্থায়ী আমানতে বর্ধিত হারে সুদ দিচ্ছে IDBI ব্যাঙ্ক। ব্যাঙ্কের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই অফারের অধীনে ৫৫৫ দিনের স্থায়ী আমানতে গ্রাহকরা পাবেন ৬.৯০ শতাংশ সুদ। গত ২১ অক্টোবর থেকে এই অফার কার্যকর হয়েছে।
৫৫৫ দিনের মেয়াদের স্থায়ী আমানত ছাড়াও অন্যান্য বিভিন্ন মেয়াদের স্থায়ী আমানতের ক্ষেত্রেও বেড়েছে সুদের হার। ১ বছরের স্থায়ী আমানতে সুদের হার বেড়ে হয়েছে ৬.৭৫ শতাংশ। যেখানে ২ বছরের স্থায়ী আমানতে বর্ধিত সুদের হার ৬.৮৫ শতাংশ। এদিকে IDBI ব্যাঙ্ক সম্প্রতি তাদের দুটি জনপ্রিয় স্কিমের মেয়াদকেও বর্ধিত করেছে। IDBI নমন সিনিয়র সিটিজ়েন ডিপোজিট ও অমৃত মহোৎসব FD স্কিম ৩১ অক্টোবর থেকে ৩১ নভেম্বর অবধি কার্যকর থাকবে।
এছাড়াও ব্যাঙ্ক ২ কোটি টাকার নীচে স্থায়ী আমানতের ক্ষেত্রে ১০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে IDBI ব্যাঙ্ক। গত ১১ অক্টোবর থেকেই এই নয়া সুদের হার কার্যকর হয়েছে। ৭ দিন থেকে ১০ বছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য সুদের হার ২.৭০ শতাংশ থেকে ৫.৮০ শতাংশের মধ্যে রয়েছে। যেখানে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার রয়েছে ৩.২০ থেকে ৬.৫৫ শতাংশের মধ্যে। এই ব্যাঙ্ক ৫ থেকে ১০ বছরের মেয়াদের আমানতে সাধারণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৫.৮০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ ৬.৫৫ শতাংশ সুদের দিয়ে থাকে। প্রবীণ নাগরিকদের জন্য IDBI নমন সিনিয়র সিটিজ়েন ডিপোসিট নামের একট বিশেষ স্কিম দিয়ে থাকে। গত এপ্রিল মাসে এই স্কিম চালু করা হয়েছিল ব্যাঙ্কের তরফে।