GST Cut: বিমার প্রিমিয়ামে GST উঠে গেলে খরচ কমবে না, উল্টে বাড়বে আরও বেশি! কেন জানেন?
GST Reform: দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য বিমা ও জীবন বিমার প্রিমিয়ামের উপর থেকে জিএসটি তুলে নেওয়া বা জিএসটি কমানোর দাবি জানানো হচ্ছে। এবার মন্ত্রিসভার তরফেও জিএসটি কাউন্সিলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে।

নয়া দিল্লি: দিপাবলীতে বড় উপহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছেন, জিএসটি-তে বড় বদল আসতে চলেছে। শোনা যাচ্ছে, জিএসটি কাউন্সিল স্বাস্থ্য বিমা ও জীবন বিমার প্রিমিয়ামের উপর থেকে জিএসটি প্রত্যাহার করে নিতে পারে। এই খবরে অনেকেই উচ্ছ্বসিত। তবে বিশেষজ্ঞরা অনেকে বলছেন, এতে লাভ নয়, বরং আখেরে ক্ষতিই হতে চলেছে বিমা গ্রাহকদের। তাদের খরচ আরও বাড়বে। কেন এ কথা বলছেন তারা? এর পিছনে কী যুক্তি রয়েছে?
দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য বিমা ও জীবন বিমার প্রিমিয়ামের উপর থেকে জিএসটি তুলে নেওয়া বা জিএসটি কমানোর দাবি জানানো হচ্ছে। এবার মন্ত্রিসভার তরফেও জিএসটি কাউন্সিলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। জল্পনা, জিএসটি কাউন্সিল কেন্দ্রের প্রস্তাব মেনে প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপর থেকে ১৮ শতাংশ জিএসটি তুলে নিতে পারে। জীবন বিমার ক্ষেত্রে সকল গ্রাহকদেরই জিএসটিতে সম্পূর্ণ ছাড় দেওয়া হতে পারে।
বাজার বিশেষজ্ঞদের অনুমান, এতে বিমার গ্রাহক সংখ্যা বাড়বে। মধ্যবিত্ত ও প্রবীণ নাগরিকরাও বিমা করাবেন। তবে জিএসটি প্রত্য়াহার হলে প্রিমিয়ামের খরচ কমার বদলে তা বেড়ে যেতে পারে।
প্রিমিয়ামের খরচ কত শতাংশ বাড়বে? বিশেষজ্ঞরা বলছেন, বিমায় প্রিমিয়ামের খরচ ৬ থেকে ১০ শতাংশ বেড়ে যেতে পারে। যদি সম্পূর্ণ জিএসটি সরিয়ে দেওয়া হয়, তবে ইনপুট ট্য়াক্স প্রভিশন-ও বাদ পড়বে, এতে বিমার প্রিমিয়াম বেড়ে যাবে।

