নয়া দিল্লি: চাকরির বেতনের জন্যই হোক বা অর্থ সঞ্চয়, আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় কাজের জন্য ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা অত্যন্ত জরুরি। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললেই তো হল না। তাতে ন্যূনতম ব্যালেন্স রাখাও প্রয়োজনীয়। প্রত্যেক ব্যাঙ্কের উপরে নির্ভর করে এই ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ। এছাড়া গ্রাহকের ব্যাঙ্কের শাখার অবস্থান, অর্থাৎ তিনি মেট্রো শহর নাকি শহর, শহরতলি, গ্রাম- কোথা থেকে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা হয়েছে, তার উপরও নির্ভর করে এই ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ। যদি আপনি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখেন, তবে ব্যাঙ্কের তরফে জরিমানা করা যেতে পারে। তবে বর্তমানে অনেক ব্যাঙ্কই জ়িরো-ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হয়।
স্টেট ব্য়াঙ্ক অব ইন্ডিয়া ২০২০ সালের মার্চ মাসেই তাদের সেভিং অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্সের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এসবিআই-র নিয়ম অনুযায়ী, গ্রাহক যদি মেট্রো শহর, মফস্বল বা গ্রামের বাসিন্দা হন, তবে তাকে যথাক্রমে ন্যূনতম ৩ হাজার, ২ হাজার বা ১ হাজার টাকা ব্যালেন্স রাখতে হয়। যদি কোনও গ্রাহক এই ন্যূনতম ব্যালেন্স রাখতে ব্যর্থ হন, তবে তাকে ৫ থেকে ১৫ টাকা জরিমানা দিতে হয় প্রতি মাসে।
আবার যাদের অ্যাকাউন্টে মাসিক গড় ব্যালেন্স ১ লক্ষ টাকার বেশি থাকে, তাদের আনলিমিটেড এটিএম ট্রানজাকশনের সুবিধা দেওয়া হয়।
এইচডিএফসি ব্যাঙ্কে যাদের সেভিং অ্যাকাউন্ট রয়েছে, তাদের ন্যূনতম ১০ হাজার টাকা ব্যালেন্স রাখতেই হয়। এটি যারা মেট্রো শহর ও শহরতলিতে বসবাস করেন, তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য। যারা মফস্বলে বসবাস করেন, তাদের প্রতি মাসে ৫ হাজার টাকা ব্যালেন্স রাখতে হয়। গ্রামীণ অঞ্চলের গ্রাহকদের জন্য ন্যূনতম ২৫০০ টাকা ব্যালেন্স রাখাই নিয়ম। যদি মেট্রো শহর বা শহরতলির বাসিন্দারা এই ব্যালেন্স রাখতে ব্যর্থ হন, তবে যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকদেরও সেভিং অ্যাকাউন্টে ন্যূনতম ১০ হাজার টাকা ব্যালেন্স রাখতে হয়, তবে মেট্রো শহর ও শহরতলির বাসিন্দাদের এই নিয়ম মানতে হয়। মফস্বলের বাসিন্দাদের ন্য়ূনতম ৫ হাজার টাকা ও গ্রামের বাসিন্দাদের ২ হাজার টাকা ব্যালেন্স রাখতে হয়।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহক, যারা শহর ও শহরতলির বাসিন্দা, তাদের ন্যূনতম ২০ হাজার টাকা ব্যালেন্স রাখতে হয়। মফস্বল ও গ্রামের বাসিন্দাদের ন্যূনতম ১ হাজার টাকা ও ৫০০ টাকা ব্যালেন্স রাখতে হয়।