আপনার গাড়িতে সঠিক জায়গায় লাগানো নেই FASTag? ব্ল্যাকলিস্ট করতে পারে NHAI!
FASTag, NHAI: দেশের পরিবহণ মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে তাঁদের পদক্ষেপের ফলে টোল নেওয়ার কার্যক্রম আরও মসৃণ হবে।

দেশের বিভিন্ন টোল প্লাজায় গাড়ির লম্বা লাইন আজকাল আর আগের মতো দেখা যায় না। কিন্তু সরকারের তথ্য বলছে, দেশের গাড়ির সংখ্যা বাড়ছে হুড়মুড়িয়ে। এমনকি টোল আদায়ের পরিমাণও বাড়ছে একই রকমভাবে। তাহলে হচ্ছেটা কী? আসলে দেশে ফাসট্যাগ আসার পর ফিজিক্যালি টোল দেওয়ার পরিমাণ কমে গিয়েছে অনেকটাই। মানুষ গাড়িতে ফাসট্যাগের ব্যবহার করে কোনও বাড়তি সমস্যা ছাড়াই সুন্দরভাবে টোল দিয়ে দিচ্ছেন।
কিন্তু জানেন কি, এই ফাসট্যাগই আপনার জীবনে নিয়ে আসতে পারে এক ‘অন্ধকার দিন’? হ্যাঁ, আর এই বিষয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। যে সব গাড়িতে উইন্ডশিল্ডের সঠিক জায়গায় ফাসট্যাগ লাগানো নেই, সেই সব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এনএইচএআই।
দেশের পরিবহণ মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে তাঁদের পদক্ষেপের ফলে টোল নেওয়ার কার্যক্রম আরও মসৃণ হবে। এবং বার্ষিক পাস সিস্টেম ও মাল্টি লেন ফ্রি ফ্লো-র মাধ্যমে ফাসট্যাগ সিস্টেমের নির্ভরযোগ্যতা নিশ্চিতও হবে।
অনেকেই রয়েছেন গাড়ির কাচে ফাসট্যাগ লাগান না। আর এই ধরণের অভ্যাসের জন্য টোল প্লাজায় যানজট তৈরি হয়। ফলে, মাল্টি লেন ফ্রি ফ্লো সিস্টেমেও একটা সমস্যা তৈরি হয়। আর এমন হলেই ওই ব্যক্তি ও তাঁর ফাসট্যাগ সিস্টেমকে কালো তালিকাভূক্ত করার নির্দেশ দিয়েছে এনএইচএআই।
