Income Tax: ১৫ সেপ্টেম্বরের মধ্যে করে ফেলুন এই কাজ, নাহলে দিতে হবে মোটা জরিমানা!
Income Tax: যদি আপনি এখনও আয়কর রিটার্ন ফাইল না করে থাকেন, তবে আপনার জন্য রয়েছে একটা ভাল খবর। করদাতাদের সুবিধার কথা মাথায় রেখেই আয়কর রিটার্ন ফাইলের সময়সীমা বাড়ানো হয়েছে।

নয়া দিল্লি: শুধু আয় করলেই হবে না, সরকারকে দিতে হবে করও। প্রতি বছর আয়কর রিটার্ন দাখিল করা জরুরি। যদি আপনি এখনও আয়কর রিটার্ন ফাইল না করে থাকেন, তবে আপনার জন্য রয়েছে একটা ভাল খবর। আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ জুলাই থেকে বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়েছে। অর্থাৎ করদাতাদের রিটার্ন ফাইলের জন্য ৪৫ দিন অতিরিক্ত সময় দেওয়া হল।
করদাতাদের সুবিধার কথা মাথায় রেখেই আয়কর রিটার্ন ফাইলের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন ফাইল করা যাবে। তবে এই সময়ের মধ্যে যদি রিটার্ন ফাইল না করেন, তবে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। পাশাপাশি আপনার ফিন্যান্স প্রোফাইলের উপরও খারাপ প্রভাব পড়বে। পরবর্তীতে নানা আর্থিক সমস্যায় পড়তে পারেন আপনি।
কত জরিমানা দিতে হবে?
যদি কোনও ব্যক্তি ১৫ সেপ্টেম্বরের পরে আইটিআর দাখিল করেন, তাহলে তাকে আয়কর আইনের অধীনে দেরিতে রিটার্ন দাখিল করার জন্য জরিমানা দিতে হবে। জরিমানার পরিমাণ আপনার মোট বার্ষিক আয়ের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। যদি আপনার আয় ৫ লক্ষ টাকার কম হয়, তবে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। ৫ লক্ষ টাকার উপরে আয় হলে, ৫,০০০ টাকা জরিমানা দিতে হবে। সময় মতো আয়কর জমা না দিলে, প্রতি মাসে ১ শতাংষ করে অতিরিক্ত সুদ দিতে হয়।
১৫ সেপ্টেম্বরের মধ্যে আইটিআর ফাইল না করলে কী হবে?
- ১. যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আইটিআর ফাইল না করেন, তবে ব্যাঙ্কের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা কমে যাবে।
- ২. সময়মতো আইটিআর দাখিল না করলে, পরে ব্যক্তিগত ঋণ বা হোম কিংবা বিজনেস লোন নিতে সমস্যা হবে। ব্যাঙ্কগুলি ঋণ দেওয়ার আগে অনেক সময়ই আইটিআর রেকর্ড যাচাই করে। তারপরই ঋণ অনুমোদন করে।
- ৩. রিফান্ড পেতেও দেরি হয় যদি আপনি আইটিআর দাখিল করতে দেরি হয়। যদি আইটিআর রিফান্ড যোগ্য হয়, তবে দেরিতে ফাইল করলে, রিটার্ন পেতেও দেরি হবে।
- ৪. আইটিআর সময়মতো দাখিল না করলে, বিদেশ ভ্রমণ বা পড়াশোনার জন্য বিদেশের ভিসা পেতে সমস্যা হয়। ভিসার ক্ষেত্রে আইটিআর রেকর্ডও যাচাই করা হয়।

