দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে শুক্রবার ফের রেপো রেট বৃদ্ধি করেছেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। এই নিয়ে এই অর্থবর্ষে লাগাতার তিনবার রেপো রেট বৃদ্ধি করল আরবিআই। এইবার ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হল রেপো রেট। স্বভাবতই এর ফলে ব্যাঙ্কগুলি নিজেদের ফিক্সড ডিপোজ়িটে সুদের হার বাড়াবে। তবে এর আগেই ইন্ডিয়া ব্যাঙ্ক নিজেদের স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করেছে। ২ কোটি টাকার স্থায়ী আমানতের নীচে এই নয়া সুদের হার প্রযোজ্য হবে।
দেখে নিন ২ কোটি টাকার নীচে স্থায়ী আমানতের উপর :
৭ দিন থেকে ১৪ দিন – সাধারণ জনগণের জন্য: ২.৮০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৩.৩০ শতাংশ
১৫ দিন থেকে ২৯ দিন – সাধারণ জনগণের জন্য: ২.৮০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৩.৩০ শতাংশ
৩০ দিন থেকে ৪৫ দিন – সাধারণ জনগণের জন্য: ৩ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৩.৫০ শতাংশ
৪৬ দিন থেকে ৯০ দিন – সাধারণ জনগণের জন্য: ৩.২৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৩.৭৫ শতাংশ
৯১ দিন থেকে ১২০ দিন – সাধারণ জনগণের জন্য: ৩.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৪ শতাংশ
১২১ দিন থেকে ১৮০ দিন – সাধারণ জনগণের জন্য: ৩.৭৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৪.২৫ শতাংশ
১৮১ দিন থেকে ৯ মাসের কম – সাধারণ জনগণের জন্য: ৪ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৪.৫০ শতাংশ
৯ মাস থেকে ১ বছরের কম – সাধারণ জনগণের জন্য: ৪.৪০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৪.৯০ শতাংশ
১ বছর – সাধারণ জনগণের জন্য: ৫.৩০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৫.৮০ শতাংশ
১ বছরের উপরে থেকে ২ বছরের কম – সাধারণ জনগণের জন্য: ৫.৪০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৫.৯০ শতাংশ
২ বছর থেকে ৩ বছরের কম – সাধারণ জনগণের জন্য: ৫.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৬ শতাংশ
৩ বছর থেকে ৫ বছরের কম – সাধারণ জনগণের জন্য: ৫.৬০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৬.১০ শতাংশ
৫ বছর – সাধারণ জনগণের জন্য: ৫.৬০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৬.১০ শতাংশ
৫ বছরের উপরে – সাধারণ জনগণের জন্য: ৫.৬০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য: ৬.১০ শতাংশ।