Utsav 610 FD Scheme: বাকি আর মাত্র কয়েকদিন, হাতছাড়া না হয়ে যায় এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিশেষ ‘উৎসব ৬১০’ স্কিম

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 25, 2022 | 1:45 AM

Indian Bank Utsav 610 FD Scheme: গত ১৪ সেপ্টেম্বর একটি বিশেষ স্থায়ী আমানতের প্রকল্প চালু করেছিল ইন্ডিয়া ব্যাঙ্ক। এই স্কিমের অধীনে, ব্যাঙ্কটি সাধারণ জনগণের জন্য ৬১০ দিনের আমানতের জন্য ৬.১ শতাংশ হারে সুদ দিচ্ছে।

Utsav 610 FD Scheme: বাকি আর মাত্র কয়েকদিন, হাতছাড়া না হয়ে যায় এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিশেষ ‘উৎসব ৬১০’ স্কিম
বিবৃতি অনুযায়ী, ব্য়াঙ্কের মোট ২৫ টি বহুল ব্যবহৃত পরিষেবার ক্ষেত্রে ফি কমিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাঙ্কের যেকোনও শাখায় টাকা জমা দেওয়া বা টাকা তোলা, অন্য কোনও গেটওয়ের মাধ্যমে পেমেন্ট, ডিম্যান্ড ড্রাফ্ট, আইএমপিএস, এনইএফটি, আরটিজিএস, চেক বুক, এসএমএস অ্যালার্ট, টাকা তোলার জন্য এটিএমে টাকা না থাকা, আন্তর্জাতিক এটিএম পরিষেবা ব্যবহার সহ একাধিক পরিষেবার ক্ষেত্রে ছাড় দিয়েছে এই ব্যাঙ্ক।

Follow Us

আর মাত্র কয়েকটা দিন, তারপরই শেষ হয়ে যাবে ইন্ডিয়া ব্যাঙ্কের উৎসব মরশুমের বিশেষ ফিক্সড ডিপোজিটের মেয়াদ। তাই সেই বিশেষ স্কিমের মেয়াদ শেষ হওয়ার আগে আপনি জেনে নিন এর বিস্তারিত। এর ফলে লাভবান হবেন আপনি। উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর একটি বিশেষ স্থায়ী আমানতের প্রকল্প চালু করেছিল ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank)। সেই প্রকল্পটির মেয়াদ শেষ হবে ৩১ অক্টোবর। এই স্কিমের অধীনে, ব্যাঙ্কটি সাধারণ জনগণের জন্য ৬১০ দিনের আমানতের জন্য ৬.১ শতাংশ হারে সুদ দিচ্ছে। এই স্কিমের যথাযথ নামও দেওয়া হয় উৎসব ৬১০৷

এদিকে ইন্ডিয়া ব্যাঙ্কে প্রবীণ নাগরিকরা অতিরিক্ত হারে সুদ পেয়ে থাকেন। এই আবহে ষাটোর্ধ্বরা এই স্কিমে ৬.২৫ শতাংশ হারে সুদ পাবেন। অপরদিকে অশীতিপর আমানতকারীরা ৬.৫ শতাংশ হারে সুদ পাবেন এই স্কিমে। এমনিতে স্থায়ী আমানতের উপর ইন্ডিয়া ব্যাঙ্ক সর্বোচ্চ ৫.৭৫ শতাংশ হারে সুদ দিয়ে থাকে। তবে উৎসব স্কিমের অন্তর্গত ব্যাঙ্কের তরফে আমানতকারীদের বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে।

১৮ বছরের বেশি বয়সিরা উৎসব এফডি স্কিমের সঙ্গে অনায়াসে যুক্ত হতে পারেন। সর্বনিম্ন ১০ হাজার টাকা জমা দিয়ে এই স্কিমে ফিক্স ডিপোজিট করা যায়। এদিকে এই স্কিমে স্থায়ী আমানতের সর্বাধিক পরিমাণ ২ কোটি টাকা। স্কিমের অধীনে আমানতকারী মনোনয়নের সুবিধা পাবেন। এদিকে মেয়াদপূর্তির আগে এফডি ভাঙলে কিছু চার্জ দিয়ে টাকা তোলা যাবে।

প্রসঙ্গত, ব্যাঙ্কটি এখন ৭ থেকে ২৯ দিন মেয়াদের স্থায়ী আমানতের উপর ২.৮ শতাংশ, ৩০ থেকে ৪৫ দিন মেয়াদের স্থায়ী আমানতের উপর ৩ শতাংশ, ৪৬ থেকে থেকে ৯০ দিন মেয়াদী আমানতের উপর ৩.২৫ শতাংশ সুদ দেয়৷ তাছাড়া ৯১ থেকে ১২০ দিন মেয়াদের স্থায়ী আমানতের উপর ৩.৫ শতাংশ, ১২১ থেকে ১৮০ দিনের স্থায়ী আমানতের জন্য ৩.৮৫ শতাংশ, ১৮১ থেকে ৯ মাসের আমানতের জন্য ৪.৫ শতাংশ, ৯ মাস থেকে ১ বছরের কম সময়ের স্থায়ী আমানতে ৪.৭৫ শতাংশ, এক বছরের আমানতের উপর ৫.৫ শতাংশ, ২ থেকে ৩ বছরের আমানতের উপর ৫.৬ শতাংশ, তিন থেকে পাঁচ বছরের জন্য ৫.৭৫ শতাংশ এবং ৫ বছরের বেশি সমেয়র জন্য স্থায়ী আমানতের উপর ৫.৬৫ শতাংশ হারে সুদ দেয়।

Next Article