International trade: ডলারের ‘দাদাগিরি’ শেষ, ভারতীয় মুদ্রাতেই আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে পদ সিদ্ধান্ত RBI-র
International Trade: আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে লেনদেন সাধারণত ডলারে হয়। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যদি ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলি নিজেদের মুদ্রায় লেনদেন করে, তবে ১০০ শতাংশ শুল্ক চাপাবেন। তবে চিন ও রাশিয়া নিজেদের মুদ্রায় বাণিজ্য শুরু করেছে। ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে যাতে নিজেদের মুদ্রায় বাণিজ্য করা যায়, তার চেষ্টাও করছে।

নয়াদিল্লি: থেকে থেকেই হুঙ্কার দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে ভারত কেন এখনও তেল কিনছে, কখনও তা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন। কখনও মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা করছেন। কিন্তু, ভারত যে আমেরিকার ‘দাদাগিরি’ বরদাস্ত করবে না, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি। এবার আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে লেনদেন নিয়ে বড় পদক্ষেপ করল ভারত। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতীয় মুদ্রায় লেনদেন যাতে বাড়ানো যায়, তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ব্যাঙ্কগুলিকে বিদেশি ব্যাঙ্কের জন্য স্পেশাল রুপি ভসট্রো অ্যাকাউন্ট(SRVA) খোলার অনুমতি দিল। এর জন্য আগে থেকে RBI-র অনুমতি নেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়ে দিল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে ভারতীয় মুদ্রায় লেনদেন বাড়বে।
আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে লেনদেন সাধারণত ডলারে হয়। রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ না করায়, ট্রাম্প ইতিমধ্যে আমেরিকায় ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যদি ব্রিকস-র সদস্য দেশগুলি নিজেদের মুদ্রায় লেনদেন করে, তবে ১০০ শতাংশ শুল্ক চাপাবেন। তাঁর আরও হুঁশিয়ারি, আমেরিকার বিরোধী ব্রিকসের কোনও নীতি যদি কোনও দেশ গ্রহণ করে তবে ১০ শতাংশ শুল্ক চাপানো হবে।
সেই হুঁশিয়ারি উড়িয়ে চিন ও রাশিয়া নিজেদের মুদ্রায় বাণিজ্য শুরু করেছে। ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে যাতে নিজেদের মুদ্রায় বাণিজ্য করা যায়, তার চেষ্টাও করছে। আর এরই মধ্যে ভারতও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতীয় মুদ্রায় লেনদেন আরও বাড়াতে এই পদক্ষেপ করল।
বছর তিনেক আগেই আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতীয় মুদ্রায় লেনদেনে পদক্ষেপ করেছিল আরবিআই। ২০২২ সালের জুলাইয়ে আরবিআই জানিয়েছিল, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতীয় মুদ্রায় সেটেলমেন্ট করা যাবে। সেইসময় বলা হয়েছিল, অথরাইজড ডিলার ব্যাঙ্কগুলি আরবিআইয়ের অনুমতি সাপেক্ষে বিদেশি ব্যাঙ্কগুলির সঙ্গে ভারতীয় মুদ্রায় বাণিজ্যের সেটেলমেন্টের জন্য স্পেশাল রুপি ভসট্রো অ্যাকাউন্ট খুলতে পারবে। গত ৫ অগস্ট আরবিআই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবার আরবিআইয়ের অনুমতি ছাড়াই এই অ্যাকাউন্টগুলি খুলতে পারবে অথরাইজড ডিলার ব্যাঙ্কগুলি। তবে ব্যাঙ্কগুলিকে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট ও কেওয়াইসি নিয়মগুলি মেনে চলতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক মনে করছে, এই সিদ্ধান্তের ফলে স্পেশাল রুপি ভসট্রো অ্যাকাউন্ট দ্রুত খোলা যাবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতীয় মুদ্রায় সেটেলমেন্ট সহজ হবে।

