Visa: আমেরিকা যাওয়া এখন আরও সহজ হচ্ছে, বড় পদক্ষেপ সরকারের

Sukla Bhattacharjee |

Jan 14, 2024 | 8:15 AM

Visa: H1B ভিসাধারী ব্যক্তি যাতে মার্কিন যুক্তরাষ্ট্রেই এটি পুনর্নবীকরণ করতে পারেন। এই সুবিধাটি শুধুমাত্র মূল ভিসাধারীকেই নয়, তার পরিবারও পায়, তার জন্য ভারত সরকারের তরফে আবেদন জানানো হয়েছে। মার্কিন প্রতিনিধির তরফে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে।

Visa: আমেরিকা যাওয়া এখন আরও সহজ হচ্ছে, বড় পদক্ষেপ সরকারের
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: ভারতের বহু মানুষ ব্যবসা, চাকরি ও পড়াশোনা সূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। কিন্তু, ভিসা পেতে দেরি হওয়ার জন্য অনেককেই সমস্যায় পড়তে হয়। তাই ভিসা সমস্যার সমাধানের জন্য ভারত সরকার মার্কিন প্রশাসনের কাছে ভারতকে E1 এবং E2 ভিসার ‘স্বীকৃত চুক্তির দেশ’ হিসাবে বিবেচনা করার অনুরোধ করেছে।

বর্তমানে চিন-সহ মোট ৮৭টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের E1 এবং E2 ভিসার ‘স্বীকৃত চুক্তির দেশ’-এর অন্তর্ভুক্ত। ভারত স্বীকৃত দেশ নয়। তাই সম্প্রতি দেশীয় ব্যবসার সমস্যা নিয়ে বাণিজ্য নীতি ফোরাম (টিপিএফ) সভায় মার্কিন ভিসা পাওয়ায় সমস্যা ও দেরি হওয়ার বিষয়টি জানিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতকে ‘স্বীকৃত চুক্তির দেশ’-এর অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। এটি হলে ব্যবসায়ীরা বিশেষ উপকৃত হবে। বাণিজ্য মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ভিসা দেওয়ার প্রক্রিয়া দ্রুত করার দাবি উঠেছে।

 

 

ভারত এই দাবি জানিয়েছে

১৪ তম টিপিএফ বৈঠকেই ভিসার বিষয়টি আলোচনায় উঠে আসে। এই বৈঠকে সহ-সভাপতি ছিলেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন তাই এবং ভারতের তরফে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। দুই দেশের প্রতিনিধিই পেশাদার এবং দক্ষ শ্রমিক, ছাত্র, বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের চলাচলের ব্যাপারে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করেন। তারপরই ভিসা প্রক্রিয়াকরণের দেরি হওয়ার জন্য ভারতের ব্যবসায়ীরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা মন্ত্রী গোয়েল তুলে ধরেন।

সরকারী আধিকারিক বলেছেন যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় H1B ভিসাধারীদের জন্য একটি স্থায়ী প্রক্রিয়া তৈরি করতে বলেছে, যাতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রেই সেই ভিসাগুলি পুনর্নবীকরণ করতে পারে যাতে তাদের ভিসার জন্য ভারতে আসতে না হয়। অর্থাৎ H1B ভিসাধারী ব্যক্তি যাতে মার্কিন যুক্তরাষ্ট্রেই এটি পুনর্নবীকরণ করতে পারেন। এই সুবিধাটি শুধুমাত্র মূল ভিসাধারীকেই নয়, তার পরিবারকেও দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। মার্কিন প্রতিনিধির তরফে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে।

Next Article