AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

USA-কে পাত্তা না দিয়ে Russia থেকে তেল কিনছে India, ঠিক কতটা লক্ষ্মী লাভ হল আমাদের দেশের?

Russian Oil, USA: বাজার দরের থেকে একটু কম দামেই রাশিয়া থেকে ক্রুড অয়েল কেনে আমাদের দেশ। আর তাতেই গোঁসা হয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

USA-কে পাত্তা না দিয়ে Russia থেকে তেল কিনছে India, ঠিক কতটা লক্ষ্মী লাভ হল আমাদের দেশের?
Image Credit: PTI
| Updated on: Sep 03, 2025 | 7:28 PM
Share

ইউক্রেন যুদ্ধের সময় যখন ইউরোপীয় দেশগুলো রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিল তখন থেকেই অফারে রাশিয়ান তেল কেনা শুরু করে ভারত। সেই তখন থেকেই বাজার দরের থেকে একটু কম দামেই রাশিয়া থেকে ক্রুড অয়েল কেনে আমাদের দেশ। আর তাতেই গোঁসা হয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর তারপরই ভারতের উপর ‘শাস্তি’ হিসাবে ভারত থেকে আমদানিকৃত পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা। কিন্তু ট্রাম্পের সেই রাগ একপ্রকার উপেক্ষা করে এখনও পুতিনের দেশ থেকে তেল কিনেই চলেছে ভারত। এমনকি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) মঞ্চেও মোদীর পাশেই দেখা গিয়েছে পুতিনকে।

কিন্তু আমেরিকাকে ‘লবডঙ্কা’ দেখিয়ে তেল আমদানি করায় ভারতের ঠিক কতটা লাভ হয়েছে? ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন বলছে আমেরিকাকে উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কেনায় অন্তত ১ হাজার ২৬০ কোটি ডলার বা ১ লক্ষ ১১ হাজার কোটি টাকারও বেশি লাভ করেছে ভারত। উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন পুতিন।

২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের সঙ্গে রাশিয়ার মোট ব্যবসার পরিমাণ বেড়ে পৌঁছায় ৬ হাজার ৮০০ কোটি ডলার বা প্রায় ৬ লক্ষ কোটি টাকায়। এর মধ্যে অনেক অংশই যুদ্ধাস্ত্র ও ক্রুড অয়েল। যদিও ইউক্রেন যুদ্ধের আগেও রাশিয়া থেকে তেল আমদানি করত ভারত। তবে তুলনায় সেটা অনেকটা কম। আর বর্তমানে ভারতের আমদানির ৩৫ শতাংশ তেলই আসে রাশিয়া থেকে।