নয়া দিল্লি: প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকেই ‘আত্মনির্ভর ভারত’ গড়ার উপর জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তারপর চিনের সঙ্গে ভারতের নতুন করে দ্বৈরথ শুরু হওয়ায় ‘ভোকাল ফর লোকাল’ (Vocal for Local)-এর আহ্বান জানান প্রধানমন্ত্রী। চিনা পণ্য বর্জনেরও ডাক ওঠে। প্রধানমন্ত্রীর সেই আবেদনে সাড়া দিয়ে দেশজ পণ্যের উপর ঝুঁকতে শুরু করেছে দেশবাসী। যার প্রভাব পড়েছে মোবাইল ফোন উৎপাদন ও বিক্রিতে। এবার মোবাইল ফোন উৎপাদন নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট দিলেন কেন্দ্রীয় আমলা অমিতাভ কান্ত (Amitabh Kant)। বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে ভারত।
নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্তের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখনও পর্যন্ত দেশীয় মার্কেটে প্রায় ১০০ শতাংশ ‘মেড ইন ইন্ডিয়া’ মোবাইল তৈরি হয়েছে, যেখানে ২০২২ সালে এই হার ছিল ৯৮ শতাংশ। একটু পিছনে তাকালে দেখা যাবে, ২০১৪ সালে ভারতের মোবাইল ফোনের চাহিদার ৮১ শতাংশ পূরণ করা হয়েছিল চিন থেকে আমদানি করে। সেখানে বর্তমান মোবাইল ফোন উৎপাদনে দ্বিতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে ভারত।
গত কয়েক বছরের পরিসংখ্যান তুলে ধরে অমিতাভ কান্ত আরও জানান, ২০১৪ সাল থেকে ২০২২ সালের মধ্যে ভারত ২০০ কোটি মোবাইল ফোন উৎপাদন করেছে। ২০২৩ সালে অর্থাৎ চলতি বছর ভারত ২৭ কোটি মোবাইল ফোন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে।
ভারতে উৎপাদিত মোবাইল ফোন যেমন দেশবাসীর চাহিদা পূরণ করতে অনেকাংশে সফল হয়েছে, তেমনই অন্য দেশে রফতানিও করছে। অমিতাভ কান্তের রিপোর্ট অনুসারে, ভারতে উৎপাদিত মোবাইল ফোনের প্রায় ২০ শতাংশ রফতানি হয়েছে। সবমিলিয়ে, ২০১৪ সাল থেকে ২০২২ সালের মধ্যে দেশে মোবাইল ফোনের উৎপাদন ২৩ শতাংশ চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়েছে।
Some Facts :
1. In 2023 almost 100% of mobiles sold in Indian market were “Made in India”. In 2022 this figure was 98% .2. In 2014, almost 81% of India’s mobile handset demand was met from Chinese imports.
3. India is today the 2nd largest mobile phone manufacturing…
— Amitabh Kant (@amitabhk87) November 14, 2023