India’s Google Tax: এপ্রিল থেকেই দেশজুড়ে মুছে যেতে পারে ‘Google Tax’, ‘কলকাঠি’ নাড়ল ট্রাম্প?

Avra Chattopadhyay |

Mar 25, 2025 | 12:15 PM

India's Google Tax: আগামী পয়লা এপ্রিল থেকে সমীকরণ শুল্কে রেহাই পেতে চলেছে বিদেশি সংস্থাগুলি। এত দিন পর্যন্ত গুগল, মেটার মতো সংস্থাগুলির থেকে বিজ্ঞাপন পরিষেবা নেওয়ার জন্য ৬ শতাংশ সমীকরণ শুল্ক দিতে হতে হত।

Indias Google Tax: এপ্রিল থেকেই দেশজুড়ে মুছে যেতে পারে Google Tax, কলকাঠি নাড়ল ট্রাম্প?
প্রতীকী ছবি
Image Credit source: Getty Image | PTI

Follow Us

নয়াদিল্লি: হাঁফ ছেড়ে বাঁচল গুগল (Google) ও মেটা (Meta)-র মতো সংস্থাগুলি। চলতি বছর বাজেটে মার্কিন পণ্যে করছাড় দিয়েছে কেন্দ্র সরকার। ট্রাম্পের সঙ্গে পারস্পারিক শুল্ক নিয়ে আলোচনা পরেই এবার অন্য বিদেশি সংস্থাগুলিকে নতুন ছাড় কেন্দ্রের।

জানা গিয়েছে, আগামী পয়লা এপ্রিল থেকে সমীকরণ শুল্কে রেহাই পেতে চলেছে বিদেশি সংস্থাগুলি। এত দিন পর্যন্ত গুগল, মেটার মতো সংস্থাগুলির থেকে বিজ্ঞাপন পরিষেবা নেওয়ার জন্য ৬ শতাংশ সমীকরণ শুল্ক দিতে হতে হত। যা প্রশাসনিক মহলে ‘গুগল ট্য়াক্স’ নামে খ্যাত। রয়টার্স সূত্রে খবর, আগামী মাস থেকে সেই শুল্ককে নির্মূল করে দিতে পারে কেন্দ্র।

কী এই গুগল ট্যাক্স (Google Tax)?

২০১৬ সালে বিদেশি সংস্থাদের বিজ্ঞাপনে শুল্ক চাপাতে এই গুগল ট্যাক্স বা সমীকরণ শুল্ক (Equalisation Levy) নিয়ে আসে কেন্দ্র। মূলত, যে সকল সংস্থার ভারতের বুকে কোনও শারীরিক অস্তিত্ব নেই, কিন্তু ভারতীয়দের থেকে মোটা টাকা আয় করে তাদের উপরে এই শুল্ক চাপিয়েছিল কেন্দ্র। প্রথম দিকে গুগল বা মেটার মতো সংস্থায় বিজ্ঞাপন দেওয়ার জন্য ৬ শতাংশ শুল্ক চাপাত কেন্দ্র। যা পরবর্তী ২০২০ সালে আরও ২ শতাংশ বাড়িয়ে দেয় তারা। অবশ্য এই ২ শতাংশ শুল্ক কিন্তু সবাইকে দিতে হত না। মূলত, ২ কোটির বেশি আয় করা ই-কমার্স কোম্পানিগুলিকে এই শুল্কের তালিকায় রাখে অর্থমন্ত্রক।

উল্লেখ্য, গত বছরই আবার আমেরিকার সঙ্গে চুক্তি করে সেই ২ শতাংশ কর উঠিয়ে দিয়েছে কেন্দ্র। আর নতুন বছর পড়তেই ট্রাম্পের সঙ্গে শুল্ক সমঝোতার আবহেই এই ৬ শতাংশ গুগল ট্যাক্সও উঠিয়ে নিল ভারত। ওয়াকিবহাল মহলের দাবি, যে ভাবে ট্রাম্প চিন, কানাডার মতো দেশগুলিকে ট্যারিফ-যুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন, সেই আবহে ভারত যাতে কোনও বিপদে না পড়ে, তাই আগে ভাগেই পারস্পারিক শুল্ক রীতিতে চলছে নয়াদিল্লি।