নয়া দিল্লি: উত্সবের মরসুমের আগে ইনভেন্টরি পরিষ্কার করায় মন দিয়েছে স্মার্টফোন নির্মাতারা। তাই, বর্ষার শুরুতেই অনলাইন এবং অফলাইনে বিক্রি বাড়াতে বিভিন্ন অফার দিয়েছে বিক্রেতারা। এর ফলে, ২০২৪ সালের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের উল্লেখযোগ্য পরিমাণে বাড় স্মার্টফোনের বাজার। গত বছরের তুলনায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মার্কেট ট্র্যাকার সংস্থা ক্যানালিস (Canalys)। তাদের সর্বশেষ রিপোর্ট বলছে, এই সময়কালে ভারতে প্রায় ৪ কোটি ৭১ লক্ষটি স্মার্টফোনের চালান এসেছে।
তবে মূল্যবৃদ্ধির কারণে, উৎসবের আগে উপভোক্তাদের মধ্যে স্মার্টফোন কেনার যে চাহিদা প্রত্যাশা করা হয়, তা দেখা যায়নি বলে দাবি গবেষণা সংস্থাটির। তারা বলেছে, “খাদ্যপণ্যের ক্রমবর্ধমান দামের ফলে, টেকসই পণ্যে শহুরে জনতা ব্যয় কম করছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে প্রাক উত্সব চাহিদায়।”
২০২৪-এর তৃতীয় ত্রৈমাসিকে, ভারতে স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে সবার আগে রয়েছে ভিভো (Vivo) ব্র্যান্ড। চলতি বছরের সেপ্টেম্বর ত্রৈমাসিকে, তাদের স্মার্টফোনের চালানের পরিমাণ ছিল ৯১ লক্ষ। গত বছরের তুলনায় চালান বেড়েছে ২৬ শতাংশ। ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের স্মার্টফোন বাজারের ১৭ শতাংশ ছিল ভিভোর দখলে। এই বছর তা বেড়ে হয়েছে ১৯ শতাংশ। উচ্চ মূল্যের অনেকগুলি নতুন ফোন আনার ফলেই ভিভো এই জায়গায় পৌঁছেছে বলে জানিয়েছে ক্যানালিস।
দ্বিতীয় স্থানে রয়েছে শাওমি (Xiaomi)। তাদের চালানের সংখ্যা গত বছরের তুলনায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৮ লক্ষ। তবে, ২০২৩-এ যেখানে ভারতের স্মার্টফোন বাজারের ১৮ শতাংশ ছিল শাওমির হাত, সেখানে এই বছর তা কমে ১৭ শতাংশ হয়েছে। তৃতীয় স্থানে আছে স্যামসাং। তাদের চালানের সংখ্যা অবশ্য গত বছরের তুলনায় ৪ শতাংশ কমেছে, মার্কেট শেয়ারও ১৮ শতাংশ থেকে কমে ১৬ শতাংশে নেমে এসেছে। ক্যানালিসের তথ্য অনুসারে, ২০২৪-এর তৃতীয় ত্রৈমাসিকে স্যামসাং-এর স্মার্টফোন চালানের সংখ্যা ছিল ৭৫ লক্ষ। এই পরিসংখ্যানের মধ্যে অবশ্য তাদের সাব-ব্র্যান্ড পোকো-কেও (POCO) ধরেছে ক্যানালিস।
চতুর্থ স্থানে থাকা অপো-র (Oppo) চালান, গত বছরের তুলনায় সবথেকে বেশি বেড়েছে, ৪৩ শতাংশ। এই বছরের সেপ্টেম্বর ত্রৈমাসিকে তাদের স্মার্টফোন চালানের সংখ্যা ছিল ৬৩ লক্ষ। এই ত্রৈমাসিকে অপোর মার্কেট শেয়ার গত বছরের ১০ শতাংশ থেকে বেড়ে এই বছর ১৩ শতাংশ হয়েছে। এর মধ্যে অবশ্য তাদের সাব-ব্র্যান্ড ওয়ানপ্লাস (OnePlus)-কে ধরা হয়নি।
তবে পঞ্চম স্থানে থাকা রিয়েলমি (Realme)-র মার্কেট শেয়ার কমেছে ১১ শতাংশ। চালানও গত বছরের তুলনায় ৮ শতাংশ কমে ৫৩ লক্ষে দাঁড়িয়েছে।
এই প্রথম পাঁচ ব্র্যান্ডের বাইরের ব্র্যান্ডগুলির আরও শক্তিশালী বৃদ্ধি ঘটেছে বলে জানানো হয়েছে ক্যানালিসের প্রতিবেদনে। ক্যানালিসের সিনিয়র বিশ্লেষক, সন্যম চৌরাসিয়া জানিয়েছেন, আইফোন ১৫ (iPhone 15)-এর হাত ধরে ভারতে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে অ্যাপল (Apple) সংস্থার। আইফোন ১৬ (iPhone 16) সিরিজ লঞ্চের আগে, ছোট ছোট শহর থেকে ব্যাপক চাহিদা দেখা গিয়েছে। মোটোরোলা, গুগল এবং নাথিং-এর মতো সংস্থাগুলিও তাদের মার্কেট শেয়ার ধারাবাহিকভাবে বাড়িয়ে চলেছে।