নয়া দিল্লি: শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারে ভারত। এই চুক্তির ফলে ভারত সোনার গয়না, প্রযুক্তিগত জিনিসপত্র, কাপড়, পোশাক, খাদ্যদ্রব্য আর অন্যান্য শ্রমপ্রধান ক্ষেত্রের রফতানির ক্ষেত্রে ইউএই-তে করের ছাড় পেতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মহম্মদ বিন জায়দ আল নাহয়ান (Sheikh Mohamed bin Zayed al Nahyan) এর মধ্যে শুক্রবার হতে চলা একটি ভার্চুয়াল সামিটে এই চুক্তিকে অন্তিম রূপ দেওয়া হতে পারে। বিজেপির কেন্দ্রীয় সরকারে কার্যকালে ব্যাপক আর্থিক অংশীদারি চুক্তির (CEPA) অধীনে এটাই প্রথম বড় মুক্ত বাণিজ্য চুক্তি। এই চুক্তির ফলে ভারতের রত্ন এবং গয়না, প্রযু্ক্তির জিনিসপত্র আর খাদ্য পণ্যের রফতানি বৃদ্ধি তো পাবেই, সেই সঙ্গে ভারতীয় শ্রমিক এবং পেশাদারদের ইউএই-তে যাওয়াও সহজ হয়ে যাবে। এই চুক্তির ফলে দেশে রোজগারের সুযোগও বাড়বে। এছাড়াও এর ফলে ভারতীয় শিল্পগুলির আরবের অন্য বাজারেও পৌঁছতে সহায়তা হবে।
পাঁচ বছরে দ্বিগুন হবে ইঞ্জিনিয়ারিং রফতানি
ভারত আর ইউএই-র মধ্যে চুক্তি হওয়ায় ভারতের প্রযুক্তিগত জিনিসপত্রের রফতানি আগামি পাঁচ বছরে দ্বিগুন হওয়ার অনুমান রয়েছে। এর ফলে ১ লক্ষ চাকরি তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে। বর্তমানে ভারতের প্রযুক্তিগত রফতানির পরিমাণ ৪-৫ হাজার কোটি টাকা। ভারতের ইউএইকে রফতানির পরিমাণ ডিসেম্বরের ত্রৈমাসিকে ৭৭ শতাংশ বেড়ে ২০ হাজার কোটি টাকা হয়েগিয়েছে। ভারতের মোট রফতানিতে ইউএই-র ৬.৬ শতাংশ যোগদান রয়েছে।
রত্ন এবং গয়না রফতানি পাবে অক্সিজেন
ইউএই-কে গয়নার ক্ষেত্রে রফতানি করা গতকিছু দিন ধরে কমতে দেখা গিয়েছে। যজি এই চুক্তির ফলে সোনা, রুপো আর প্ল্যাটিনামের গয়নায় উপর কর ছাড় দেওয়া হয় তাহলে রত্ন আর গয়নার রফতানি অনেকটাই বাড়তে দেখা যেতে পারে। ভারতের সাদা সোনার গয়নার মোট রফতানির ৮০ শতাংশ ইউএই-তে হয়। অন্যদিকে জড়োয়ার গয়নার মোট রফতানিতে ইউএই-র অংশীদারি ২০ শতাংশ। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (GJEPC) এর বক্তব্য যে বার্ষিক ভিত্তিতে এপ্রিল ২০২১ থেকে জানুয়ারি ২০২২ এর মধ্যে ইউএই-তে হওয়া রত্ন এবং গয়নার রফতানিতে ৪১.৫০ শতাংশ হ্রাস দেখতে পাওয়া গিয়েছে।
ইংল্যান্ড আর ইউরোপীয় ইউনিয়নকেও রফতানি সম্ভব হবে
আইসিআরআইইআর এর অধ্যাপক অর্পিতা মুখোপাধ্যায় লাইভ মিন্টকে জানিয়েছেন যে ভারতের রত্ন এবং গয়না, প্রযুক্তিগত জিনিসপত্র তথা টেক্সটাইল এবং পোশাকের মতো শিল্প রফতানির উপর নির্ভরশীল। যদি এই চুক্তি হয় তাহলে ভারত নতুন বাজার পাবে যাতে এই ক্ষেত্রের অনেকবেশি ফায়দা হবে। এছাড়া ইউএই থেকে ইংল্যান্ড আর ইউরোপীয় ইউনিয়নকেও রফতানি করা সম্ভব হবে। তবে ভারত থেকে কিছু জিনিসকে ইংল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন আর অস্ট্রেলিয়াকে সরাসরি রফতানি করা যায় না।
আরও পড়ুন: Gold Price Today: সোনার সুযোগ! লাগাতার তৃতীয় দিন দাম কমল সোনার