Indian Economy: ট্রাম্পের শুল্কাঘাত, তারপরও চড়চড়িয়ে বাড়বে ‘মৃত অর্থনীতি’র দেশের জিডিপি!
India's GDP, Dead Economy: অর্থ মন্ত্রকের সচিব এম নাগারাজু এই প্রসঙ্গেই বলেন, 'ভারতের ব্যাঙ্কিং সেক্টর এখন ইতিহাসে সবচেয়ে শক্তিশালী'। এবং সত্যিই গত ২ অর্থবর্ষে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি রেকর্ড লাভ করেছে।

দেশের জিডিপি বৃদ্ধি থেকে ডিজিটাল অ্যারেস্ট, সমস্ত কিছু নিয়েই বড় ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। চলতি বছরে একাধিক দিন থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের অর্থনীতি। ধাক্কা খেয়েছে শেয়ার বাজারও। একদিকে যেমন ভূ-রাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে ট্রাম্পের শুল্ক যুদ্ধ। এই সবের পরও তিনি আর্থিক বৃদ্ধি নিয়ে আশার কথা শুনিয়েছেন। তেমনই তিনি বলেছেন ডিজিটাল অ্যারেস্ট প্রসঙ্গেও।
অনন্ত নাগেশ্বরনের মতে, মার্কিন শুল্কের ধাক্কা সামলেও চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধি ছুঁতে পারে ৭ শতাংশ। আবার তিনি ‘ডিজিটাল অ্যারেস্ট’ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করেন, এই নতুন সাইবার অপরাধ ব্যাঙ্কিং সিস্টেমের ভিত্তিকেই নাড়িয়ে দিতে পারে।
অর্থ মন্ত্রকের সচিব এম নাগারাজু এই প্রসঙ্গেই বলেন, ‘ভারতের ব্যাঙ্কিং সেক্টর এখন ইতিহাসে সবচেয়ে শক্তিশালী’। এবং সত্যিই গত ২ অর্থবর্ষে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি রেকর্ড লাভ করেছে।
আরবিআই-এর ডেপুটি গভর্নর পুনম গুপ্তার মতে, ৬.৫ থেকে ৬.৮ শতাংশ জিডিপি ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য নয়’। এসবিআই চেয়ারম্যান সি এস শেট্টি জানান, এমএসএমই বা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং কৃষি ঋণের ১৬ থেকে ১৭ শতাংশ বৃদ্ধি হচ্ছে। কর্পোরেট ঋণ কম, কারণ সংস্থাগুলির হাতে প্রচুর নগদ রয়েছে।
জিও ফিনান্সিয়ালের কেভি কামাথ বলেন, প্রযুক্তি সাধারণ মানুষকে ব্যাঙ্ক থেকে মিউচুয়াল ফান্ডের দিকে নিয়ে যাচ্ছে। তবে এসবিআই চেয়ারম্যান শেট্টির বিশ্বাস, অভ্যন্তরীণ চাহিদার ওপর ভর করে প্রাইভেট ক্যাপেক্স শীঘ্রই বাজারে ফিরবে।
