Money Transaction: ভুয়ো লেনদেন, কর ফাঁকি রুখতে নয়া পদক্ষেপ সরকারের, এবার থেকে লাগবে মুখ ও চোখের মণির ছবি

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 15, 2023 | 9:58 PM

Money Transaction: ভুয়ো লেনদেন, কর ফাঁকি রুখতে নয়া পদক্ষেপ সরকারের। নির্দিষ্ট পরিমাণ লেনদেনের ক্ষেত্রে এবার থেকে লাগবে মুখ ও চোখের মণির ছবি

Money Transaction: ভুয়ো লেনদেন, কর ফাঁকি রুখতে নয়া পদক্ষেপ সরকারের, এবার থেকে লাগবে মুখ ও চোখের মণির ছবি
প্রতীকী ছবি

Follow Us

ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা নতুন নয়। বিভিন্ন সময় ভুয়ো পরিচয় দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Accounts) থেকে লক্ষ লক্ষা টাকা উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এবার এই ভুয়ো লেনদেন ও জালিয়াতির ঘটনা রুখতে নয়া পদক্ষেপ করছে কেন্দ্র। এই পদক্ষেপের ফলে এবার থেকে লেনদেনের আগে মুখের ছবি ও আইরিশের ছবি অর্থাৎ চোখের মণির ছবি চাইতে পারে ব্যাঙ্কগুলি। সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, কর ফাঁকি দেওয়ার ঘটনা কমাতেও এই পন্থা অবলম্বন করেছে সরকার। বছরে একটি নির্দিষ্ট অঙ্কের লেনদেনের ক্ষেত্রে এই নিয়ম মেনে চলতে হবে। বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক এই পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যেই।

এই নয়া নিয়ম সংক্রান্ত কোনও নির্দেশিকা এখনও প্রকাশ্যে আসেনি। তবে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলির কাছে আলাদা করে নির্দেশিকা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই মুখ ও চোখের মণি যাচাইকরণের প্রক্রিয়া লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে না সরকারের তরফে। যেসব করদাতা প্যান কার্ড দেবেন না। তার পরিবর্তে লেনদেনের সময় অন্য কোনও নথি ব্যবহার করবেন তাঁদের ক্ষেত্রেই এই পদ্ধতি প্রযোজ্য। এছাড়া একটি নির্দিষ্ট অর্থবর্ষে যেসব গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ২০ লক্ষ টাকা লেনদেন হয় তাঁদের জন্য এই শনাক্তকরণের ব্যবস্থা থাকবে।

তবে এই প্রক্রিয়া ঘিরে একটি প্রশ্নও উঠেছে। ব্যাঙ্ক চোখ ও মুখের ছবি নেওয়াতে এখানে ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। আইনজীবী ও সাইবার আইন বিশেষজ্ঞ বলেছেন, “ভারতে এখনও পর্যন্ত গোপনীয়তা, সাইবার নিরাপত্তা ও ফেসিয়াল রেকগনিশন নিয়ে কোনও আইন নেই। তাই গোপনীয়তা রক্ষা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।” তবে ২০২৩ সালে লোকসভায় এই সংক্রান্ত আইন পাস হলে এই পদ্ধতি বাস্তবায়ন করা আরও সহজ হতে পারে।