Indian Navy, Submarine: চিনের দাপট রুখতে ১ লক্ষ কোটির মেগা চুক্তি ভারতের!
Indian Navy, Submarine: নতুন ডুবোজাহাজ ভারতের হাতে এলে জলের নীচে ভারতের যুদ্ধ ক্ষমতাকে বেড়ে যাবে কয়েকগুণ। আর তেমন হলে ভারতের ক্ষমতা দেখে ডরাবে চিন বা পাকিস্তানের মতো দেশগুলো।

ভারত মহাসাগরে চিনের ক্রমবর্ধমান নৌ-শক্তিকে টেক্কা দিতে বড়সড় পদক্ষেপ করতে চলেছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র বলছে, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে প্রায় ১ লক্ষ কোটি টাকার চুক্তি চূড়ান্ত হতে চলেছে। এই চুক্তি অনুযায়ী একাধিক সাবমেরিন বা ডুবোজাহাজ পাবে ভারত। আর সেই সব ডুবোজাহাজ ভারতের হাতে এলে জলের নীচে ভারতের যুদ্ধ ক্ষমতাকে বেড়ে যাবে কয়েকগুণ। আর তেমন হলে ভারতের ক্ষমতা দেখে ডরাবে চিন বা পাকিস্তানের মতো দেশগুলো।
প্রথম চুক্তিটি প্রায় ৩৬ হাজার কোটি টাকার। এই চুক্তির অধীনে আরও তিনটি স্করপিওন শ্রেণির সাবমেরিন তৈরি করা হবে। রাষ্ট্রায়ত্ত সংস্থা মাজাগন ডক লিমিটেড ও ফরাসি সংস্থা নেভাল গ্রুপ যৌথভাবে এই সাবমেরিনগুলি তৈরি করবে।
দ্বিতীয় প্রকল্পটি আরও বড়। ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির অধীনে প্রায় ৬৫ হাজার কোটি টাকা ব্যয়ে ছয়টি অত্যাধুনিক ডিজেল-ইলেকট্রিক স্টেলথ সাবমেরিন কেনা হবে। এই প্রকল্পের জন্য জার্মানির থাইসেনক্রুপ মেরিন সিস্টেমস (TKMS) ও মাজাগন ডক লিমিটেড গাঁটছড়া বেঁধেছে। এটি ‘প্রজেক্ট ৭৫ ইন্ডিয়া’ (P75-I) নামে পরিচিত।
প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র অনুযায়ী, দুটি চুক্তিই ২০২৬ সালের মাঝামাঝি চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। চুক্তি স্বাক্ষরের প্রায় ছয় বছর পর থেকে অর্থাৎ ২০৩২ সাল থেকে এই সাবমেরিনগুলির ডেলিভারি শুরু হবে।
নৌবাহিনী দ্রুত এই চুক্তিগুলি সম্পন্ন করতে চাইছে, কারণ জলের তলায় প্রতিপক্ষের মোকাবিলা করার জন্য ক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। সম্প্রতি ফ্রান্স থেকে ৬৪ হাজার কোটি টাকায় ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তির পর সাবমেরিন সংক্রান্ত এই পদক্ষেপ ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করবে।
