Amrit Bharat 2.0: কম টাকায় ভরপুর বিলাসিতা! ‘বন্দে ভারত’কে টেক্কা দেবে এই নতুন ট্রেন

Avra Chattopadhyay |

Jan 11, 2025 | 7:17 PM

Amrit Bharat 2.0: রেলমন্ত্রী তরফে আরও জানা গিয়েছে, বন্দে ভারতের থেকে অনেকটাই আলাদা হবে এই অমৃত ভারত ২.০। এগুলির পরিষেবা হবে উন্নতমানের।

Amrit Bharat 2.0: কম টাকায় ভরপুর বিলাসিতা! বন্দে ভারতকে টেক্কা দেবে এই নতুন ট্রেন
Image Credit source: PTI

Follow Us

নয়াদিল্লি: ভোল বদলে যাচ্ছে ভারতীয় রেলের। এবার আরও সস্তায় লক্ষ লক্ষ ভারতীয়দের গতিময় সফর করাবে রেল, এমনটাই দাবি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের।

শুক্রবার চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সদ্য নির্মিত অমৃত ভারত ২.০ ট্রেনের কোচগুলির গুণমান সরেজমিনে খতিয়ে দেখতেই সেখানে পৌঁছে যান তিনি। যাত্রীদের রেল অভিজ্ঞতাকে বদলে দেবে অমৃত ভারত ২.০, এমনটাই দাবি তাঁর। এই ট্রেনে যেমন একদিকে থাকবে বিলাসবহুল ভিস্তারডোম শীততাপ নিয়ন্ত্রণ কোচ। তেমন তার সঙ্গেই থাকবে সাশ্রয়ী কোচও।

রেলমন্ত্রী তরফে আরও জানা গিয়েছে, বন্দে ভারতের থেকে অনেকটাই আলাদা হবে এই অমৃত ভারত ২.০। এগুলির পরিষেবা হবে উন্নতমানের। দূরের কোথাও যাওয়ার জন্য় এই ট্রেনগুলিতে হবে সবচেয়ে সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্য যুক্ত।

থাকবে চোখ ধাঁধানো বৈশিষ্ট্য

বন্দে ভারত এখন অতীত। দূরের গন্তব্যে পৌঁছতে যাত্রীদের ‘ফার্স্ট চয়েজ’ হতে চলেছে এই অমৃত ভারত ২.০। ট্রেনে বসেই বাইরের দৃশ্য উপভোগ করার জন্য থাকবে বিরাট আকারের জানলা। মাথার উপরে তাকালে আর দেখতে মালপত্র। তার পরিবর্তে দেখা যাবে খোলা আকাশ। কাঁচের আবরণে ঢেকে দেওয়া হবে ট্রেনের একাধিক দিক, যাতে সব রকম ভাবে বাইরের পরিবেশকে উপভোগ করতে পারেন যাত্রীরা। থাকবে আলাদা ও উন্নতমানের খাবার পরিবেশন পরিষেবা। এককথায় বিলাসিতা ও সাশ্রয়ের অন্যতম মেলবন্ধন হবে এই ট্রেন।

Next Article