২ বছরের জন্য একদম ‘ফ্রি’, Jio-র ঝুলি থেকে বেরল দুরন্ত অফার

Jan 11, 2025 | 5:38 PM

Jio: গ্রাহকদের প্রথমে একটি প্ল্যান বেছে নিতে হবে। প্ল্যানটি কেনার পর, My Jio অ্যাকাউন্টে লগ ইন করত হবে। এরপর অ্যাপ বা ওয়েবসাইটে YouTube Premium ব্যানারে ক্লিক করতে হবে।

২ বছরের জন্য একদম ফ্রি, Jio-র ঝুলি থেকে বেরল দুরন্ত অফার
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: অম্বানী টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত অফার চালু করেছে। জিও-র নতুন অফারের আওতায়, সংস্থার গ্রাহকদের এক বিশেষ পরিষেবা দেওয়া হচ্ছে একেবারে বিনামূল্যে। নির্ধারিত সময় পর্যন্ত সেই পরিষেবা ফ্রি-তে পাওয়া যাবে। সেই সঙ্গে রয়েছে শর্তও।

এই অফারের সুবিধা শুধুমাত্র জিও ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গেই পাওয়া যাবে। এই অফারটি নির্বাচিত JioFiber এবং Jio AirFiber প্ল্যানের সঙ্গে দেওয়া হচ্ছে। গ্রাহকদের বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিচ্ছে জিও। এই অফারের জন্য রিলায়েন্স জিও ইউটিউবের সঙ্গে হাত মিলিয়েছে।

JioFiber এবং AirFiber ব্যবহারকারীরা ৮৮৮ টাকা, ১১৯৯ টাকা, ১৪৯৯ টাকা, ২৪৯৯ টাকা এবং ৩৪৯৯ টাকার প্ল্যানের সঙ্গে এই বিশেষ অফার পাওয়া যাবে। এই প্ল্যানগুলি ছাড়া, আপনি যদি অন্য কোনও প্ল্যান দিয়ে রিচার্জ করেন, তাহলে YouTube Premium এর সুবিধা পাবেন না। ইউটিউবের প্রিমিয়াম পরিষেবার মাধ্যমে, ব্যবহারকারীরা বিজ্ঞাপন ছাড়া ঝকঝকে ভিডিয়ো দেখতে পাবেন। অফলাইন ভিডিয়ো ডাউনলোড করত পারবেন, ব্যাকগ্রাউন্ড প্লে এবং ইউটিউব মিউজিক প্রিমিয়ামও বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন।

গ্রাহকদের প্রথমে একটি প্ল্যান বেছে নিতে হবে। প্ল্যানটি কেনার পর, My Jio অ্যাকাউন্টে লগ ইন করত হবে। এরপর অ্যাপ বা ওয়েবসাইটে YouTube Premium ব্যানারে ক্লিক করতে হবে। ইউটিউব অ্যাকাউন্টে সাইন ইন করে দু বছরের জন্য বিনামূল্যে YouTube প্রিমিয়াম প্ল্যান উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, এই অফারের বাইরে ইউটিউব প্রিমিয়ামের মাসিক প্ল্যানের দাম ১৫৯ টাকা এবং বার্ষিক প্ল্যানের দাম ১৪৯০ টাকা। অর্থাৎ এই অফারে জিও গ্রাহকদের বিনামূল্যে প্রায় ২৯৮০ টাকার সুবিধা দিচ্ছে।

Next Article