অনেকেই পার্সেল ট্রেনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় মালপত্র নিয়ে যান। আর এই ট্রেন থেকে পণ্য ও মালপত্র চুরি হওয়ার আশঙ্কাও থাকে। আর এই চিন্তা থেকে পণ্য প্রেরকদের মুক্তি দিতে একটি নয়া ব্যবস্থা নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। পণ্যবাহী ট্রেনে চুরির হাত থেকে পণ্য রক্ষা করতে ভারতীয় রেলওয়ে OTP ভিত্তিক ‘ডিজিটাল লক সিস্টেম ‘ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় রেলওয়ের এই সিদ্ধান্তের ফলে কোনও ঝামেলা ও চিন্তা ছাড়াই ট্রেনের মাধ্যমে আপনার পার্সেল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন সাধারণ মানুষ।
ভারতীয় রেলওয়ে মালবাহী ট্রেনে চুরি থেকে ট্রানজিটের পণ্যগুলিকে রক্ষা করার জন্য ‘ওয়ান টাইম পাসওয়ার্ড’ (OTP) প্রযুক্তির উপর ভিত্তি করে একটি নতুন ‘ডিজিটাল লক’ সিস্টেম গ্রহণ করতে প্রস্তুত। এক আধিকারিক জানিয়েছেন, এই সিস্টেমটির সাহায্য়ে পণ্য ও পার্সেলগুলি অতিরিক্ত সুরক্ষিত থাকবে। এর ফলে স্বস্তিতে থাকবেন প্রেরকরা।
ট্রেনে বসানো হবে স্মার্ট লক
রেলওয়ের তরফে জানানো হয়েছে, ট্রাকগুলিতে যে পদ্ধতি ব্যবহার করে সেই একই উপায়ে জিপিএস-সক্ষম ‘স্মার্ট লক’ পণ্য এবং পার্সেল বহনকারী ট্রেনগুলিতে ইনস্টল করা হবে। জিপিএস সিস্টেমের মাধ্যমে গাড়ির অবস্থান সনাক্ত করা যাবে, যার ফলে চুরির সম্ভাবনা কমবে। নতুন সিস্টেমটি সম্পূর্ণরূপে সুরক্ষিত ওটিপি-র উপর ভিত্তি করে তৈরি হবে। ট্রেনের বগির দরজা খুলতে এবং বন্ধ করতে সেই ওটিপি ব্যবহার করা হবে।
OTP এর মাধ্যমে বক্স খোলা হবে
এক আধিকারিক জানিয়েছেন, যাত্রার সময় কেউ পণ্য অ্যাক্সেস করতে পারবে না। কারণ বগিটি ওটিপি দিয়ে খোলা হবে এবং তারপর অন্য ওটিপি দিয়ে লক করা হবে। এছাড়াও কোচগুলি সিল করা হবে এবং প্রতিটি স্টেশনে সিল পর্যবেক্ষণ করা হবে। কেউ যদি ট্রেনের বগি খোলার চেষ্টাও করেন তাহলে অফিসারের মোবাইল নম্বরে অবিলম্বে একটি সতর্কতা বার্তা পাঠানো হবে।
নতুন ব্যবস্থা চুরির ঘটনা কমাতে সাহায্য করবে
প্রতিটি স্টেশনে একজন রেলওয়ে কর্মচারীকে সেই ওটিপি দেওয়া হবে। যাতে তিনি লোডিং বা আনলোডিং প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আপাতত তিনটি রেলওয়ে জ়োন এখন এমন কোম্পানির সন্ধান করছে যারা যুক্তিসঙ্গত মূল্যে এই পরিষেবাটি দিতে পারে।