Indian Railway: পড়ে থাকা রেলের কামরার চেহারা বদলেই ৫০ লক্ষ আয় করতে পারে রেল

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 12, 2023 | 7:44 AM

Indian Railway: একটির নাম হবে 'অন্নপূর্ণা' আর অপরটির নাম 'মা দুর্গা'। একটি কোচকে পূর্ণাঙ্গ রেস্তোরাঁয় বদলে ফেলতে ৯০ দিন সময় লাগে বলে জানিয়েছেন অন্নপূর্ণা রেস্তোরাঁর কর্ণধার প্রদীপ গুপ্তা।

Indian Railway: পড়ে থাকা রেলের কামরার চেহারা বদলেই ৫০ লক্ষ আয় করতে পারে রেল
ভারতীয় রেল
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: একটা সময়ের পর ট্রেনের কামরাগুলিও কর্মক্ষমতা হারায়। রেলের তরফে তখন সেগুলি লাইন থেকে সরিয়ে দেওয়া হয়। গোটা দেশ জুড়ে যত সংখ্যক ট্রেন চলে, তাতে এমন পড়ে থাকা ট্রেনের কামরার সংখ্যাও যে নেহাত কম হবে না, সেটা বোঝাই যায়। সেই কামরাগুলিকে কাজে লাগিয়ে এবার আয় করতে উদ্যোগী রেল। তৈরি হবে ‘রেস্তোরাঁ অন হুইলস’। অর্থাৎ ট্রেনের কামরার ভিতরে বসেই রেস্তোরাঁর স্বাদ নিতে পারবেন সাধারণ মানুষ।

সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, রেল এই উদ্যোগের নাম দিয়েছে “Beautiful Restaurants on Wheels”. তৈরি করা হলে থিম রেস্তোরাঁ। থাকবে দেশের বিভিন্ন রাজ্যের খাবার। পর্যটনকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর।

জানা গিয়েছে, এমন দুই রেস্তোরাঁর কাজ চলছে জম্মু ও কাটরায়। জম্মুর ডিভিশনাল ট্রান্সপোর্টেশন ম্যানেজার প্রতীক শ্রীবাস্তব জানিয়েছেন, রেলের কামরায় দুটি রেস্তোরাঁ তৈরির কাজ চলছে। দুটি ভিন্ন সংস্থাকে দেওয়া হয়েছে বরাত। তাঁর দাবি, এই দুই এসি রেস্তোরাঁ বছরে ৫০ লক্ষ টাকা লাভ এনে দিতে পারে রেলকে। ১৬০০ বর্গফুট জায়গা নিয়ে তৈরি হবে এই রেস্তোরাঁগুলি।

এই রেস্তোরাঁগুলিতে ব্যক্তিগত বা পারিবারিক পার্টি করা যাবে, চলতি বছরের ডিসেম্বরেই খুলে দেওয়া হবে এর মধ্যে একটি রেস্তোরাঁ। একটির নাম হবে ‘অন্নপূর্ণা’ আর অপরটির নাম ‘মা দুর্গা’। একটি কোচকে পূর্ণাঙ্গ রেস্তোরাঁয় বদলে ফেলতে ৯০ দিন সময় লাগে বলে জানিয়েছেন অন্নপূর্ণা রেস্তোরাঁর কর্ণধার প্রদীপ গুপ্তা।

Next Article