নয়া দিল্লি: বাঙালির পায়ের তলায় সর্ষে। উঠল বাই তো কটক যাই। কিন্তু পকেটে টাকা কোথায়? ট্রেনে তো আর ফ্রি-তে উঠতে দেবে না। চিন্তা নেই। এবার ট্রেনের টিকিট কেটে ফেলুন নিশ্চিতে। লাগবে না একটা টাকাও। তাহলে কী ফ্রি-তে টিকিট পাওয়া যাবে? না। টিকিট এখন কাটতে পারবেন নিশ্চিতে। টাকা পরে দিলেই হবে।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই দারুণ এক প্রকল্প চালু করল ভারতীয় রেল। এর নাম বুক নাও, পে লেটার। অর্থাৎ এখন টিকিট বুক করুন, টাকা পরে দিন। অনলাইনে নিখরচায় টিকিট কাটার এই সুবিধা পাওয়া যাবে।
ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, বুক নাও, পে লেটার-এ টিকিট কাটতে প্রথমে www.epaylater.in -এ রেজিস্টার করতে হবে।
টিকিট কাটার ১৪ দিনের মধ্যে যদি টাকা মিটিয়ে দেন, তবে সেক্ষেত্রে কোনও অতিরিক্ত ফি লাগবে না। শুধু টিকিটের দাম দিলেই চলবে। যদি ১৪ দিন পেরিয়ে যাওয়ার পর টিকিটের দাম মেটান, তবে ৩.৫ শতাংশ সার্ভিস চার্জ লাগবে।