নয়া দিল্লি: ভারতীয় রেলের টিকিটে সাধারণত দুটি স্টেশন বা দুটি গন্তব্যের মধ্যে ভ্রমণ করা যায়। তবে অনেকেরই হয়তো জানা নেই, রেলের এমনও এক টিকিট আছে, যা দিয়ে আটটি ভিন্ন স্টেশনে যাওয়া যায় এবং আটটি পৃথক ট্রেনে চড়া যায়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এটাই সত্যি। রেলওয়ের এই টিকিটকে বলে ‘সার্কুলার জার্নি টিকিট’! যাঁরা তীর্থযাত্রা বা একাধিক দর্শনীয় স্থানে ভ্রমণ করেন, সাধারণত তাঁরাই এই টিকিট কাটেন। যেকোনও শ্রেণির আসনেরই সার্কুলার টিকিট কাটা যায়। তবে, টিকিট কাউন্টার থেকে সরাসরি সার্কুলার জার্নি টিকিট বিক্রি করা হয় না। এর জন্য ভ্রমণের পরিকল্পনা জানিয়ে একটি আবেদন জমা দিতে হবে। যে স্টেসন থেকে যাত্রা শুরু করা হচ্ছে, এই টিকিটে যাত্রা ওই স্টেশনেই শেষ করা যায়। কিন্তু বৈধতা সম্পর্কে কি? সম্প্রতি ভারতীয় রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে, সার্কুলার জার্নি টিকিট ৫৬ দিন পর্যন্ত বৈধ থাকবে।
এই বিশেষ টিকিটের বিভিন্ন বৈশিষ্ট –
১. এই টিকিটের জন্য আগে থেকেই আবেদন করতে হয়
২. যেকোনও শ্রেনির সার্কুলার জার্নি টিকিট কেনা যায়
৩. বোর্ডিং এবং ডিবোর্ডিং স্টেশন নিয়ে কোনও নির্দিষ্ট নিয়ম নেই৷ বোর্ডিং এবং ডিবোর্ডিং স্টেশন একই বা ভিন্ন হতে পারে।
৪. রেলের টিকিট কাউন্টার থেকে এই টিকিট কেনা যায় না
৫. এই টিকিটে মোট আটটি স্টেশনে ভ্রমণ করা যাবে
৬. সার্কুলার জার্নি টিকিটে প্রতিটি স্থানের টিকিটের মূল্য যোগ করা থাকে। প্রতিটি জায়গার টিকিট আলাদা আলাদাভাবে কিনতে গেলে অনেক বেশি খরচ লাগত। তাই একাধিক স্থানে ভ্রমণের পরিকল্পনা থাকলে, এই টিকিটে অনেক সাশ্রয় হয়।
৭. রেলের অন্যান্য টিকিটের মতো, এই টিকিটেও প্রবীণ নাগরিক এবং মহিলাদের জন্য ছাড় রয়েছে।
কাজেই, পরেরবার একসঙ্গে একাধিক জায়গায় যাওয়ার পরিকল্পনা করলে, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা টিকিট কাটার পরিবর্তে ‘সার্কুলার জার্নি টিকিটে’র জন্য আবেদন করুন।