Vande Bharat Express Fare: পূরণ হবে বন্দে ভারত চড়ার স্বপ্ন, এবার আরও সাধ্যের মধ্যে ট্রেনের ভাড়া

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 07, 2023 | 7:30 AM

Indian Railways: ভারতীয় রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, স্বল্প দূরত্বের যে বন্দে ভারত এক্সপ্রেসগুলি রয়েছে, সেই ট্রেনগুলিতে ভাড়া কমানো হবে। মূলত স্বল্প দূরত্বের যে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেনে যাত্রী সংখ্যা কম, সেই সমস্ত ট্রেনের ভাড়া কমানো হবে।

Vande Bharat Express Fare: পূরণ হবে বন্দে ভারত চড়ার স্বপ্ন, এবার আরও সাধ্যের মধ্যে ট্রেনের ভাড়া
বন্দে ভারত এক্সপ্রেস

Follow Us

নয়া দিল্লি: ভারতীয় রেলের যে সমস্ত ট্রেন রয়েছে, তার মধ্য়ে সবথেকে বেশি জনপ্রিয় হল বন্দে ভারত এক্সপ্রেস। উদ্বোধনের পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে বন্দে ভারত এক্সপ্রেস। মোটামুটি ১২০০ টাকা থেকে ২৫০০ টাকা থাকে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া। অনেকের ইচ্ছা থাকলেও, বন্দে ভারতে চড়তে পারেন না কেবলমাত্র ভাড়ার কারণে। এবার সেই সমস্ত যাত্রীদের জন্য সুখবর শোনাল ভারতীয় রেলওয়ে। ঘোষণা করা হল বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া কমানোর সিদ্ধান্ত।

ভারতীয় রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, স্বল্প দূরত্বের যে বন্দে ভারত এক্সপ্রেসগুলি রয়েছে, সেই ট্রেনগুলিতে ভাড়া কমানো হবে। মূলত স্বল্প দূরত্বের যে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেনে যাত্রী সংখ্যা কম, সেই সমস্ত ট্রেনের ভাড়া কমানো হবে। এতে ওই ট্রেনগুলিতে যেমন সিটও ভর্তি হবে, তেমনই অল্প খরচে যাত্রীরা বন্দে ভারত এক্সপ্রেসে চড়তে পারবেন।

কোন কোন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভাড়া কমবে?

রেল সূত্রে খবর, ইন্দোর-ভোপাল, ভোপাল-জবলপুর, নাগপুর-বিলাসপুর বন্দে ভারত এক্সপ্রেসের মতো ট্রেনগুলির ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এই ট্রেনগুলিতে যাত্রীর সংখ্য়া অত্যন্ত কম। যাতে আরও বেশি সংখ্যক যাত্রীরা এই ট্রেনে চড়তে পারেন, তার জন্যই এই সমস্ত ট্রেনের ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উদাহরণ স্বরূপ, ভোপাল-জবলপুর বন্দে ভারত এক্সপ্রেসে মাত্র ২৯ শতাংশ আসন পূরণ হয়। ইন্দোর-ভোপাল বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রী হার মাত্র ২১ শতাংশ। এই ট্রেনগুলির এসি চেয়ারকারের ভাড়া ৯৫০ টাকা এবং এগজেকিউটিভ চেয়ারকারের টিকিটের দাম ১৫২৫ টাকা।  একইভাবে নাগপুর-বিলাসপুর বন্দে ভারত এক্সপ্রেসে গড়ে ৫৫ শতাংশ আসন পূর্ণ হয়।

রেল মন্ত্রকের ধারণা, স্বল্প দূরত্বের এই ট্রেনগুলির যদি ভাড়া কমানো হয়, তবে যাত্রী সংখ্যা অনেকটাই বাড়তে পারে।

Next Article