Train Ticket Booking: ওয়েটিং লিস্ট থেকে কনফার্ম টিকিট! ট্রেনের বুকিংয়ের এই ট্রিক অনেকেই জানেন না…
Vikalp Scheme: যারা ভিন রাজ্যে, বাড়ি থেকে দূরে থাকেন, তারাও এই সময়ে বাড়ি ফেরেন। তবে এই বাড়ি ফিরতে গিয়েই সমস্যা হয়। সকলেরই বাড়ি ফেরার ব্যস্ততা থাকায় ট্রেনে ব্যাপক ভিড় হয়। রেলের তরফে প্রতি বছরই দীপাবলি থেকে ছট পুজো পর্যন্ত স্পেশাল ট্রেন চালানো হয়।

নয়া দিল্লি: আলোর উৎসব দীপাবলি। এই সময়ে সকলেই চান নিজেদের প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে। যারা ভিন রাজ্যে, বাড়ি থেকে দূরে থাকেন, তারাও এই সময়ে বাড়ি ফেরেন। তবে এই বাড়ি ফিরতে গিয়েই সমস্যা হয়। সকলেরই বাড়ি ফেরার ব্যস্ততা থাকায় ট্রেনে ব্যাপক ভিড় হয়। রেলের তরফে প্রতি বছরই দীপাবলি থেকে ছট পুজো পর্যন্ত স্পেশাল ট্রেন চালানো হয়। আপনি যদি এই সময়ে কোনও ট্রেনের টিকিট না পান, তাহলে চিন্তার কোনও কারণ নেই, আপনার কাছে রয়েছে বিকল্প। কী সেই অপশন জানেন?
রেলযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই আইআরসিটিসি (IRCTC)-র তরফে আনা হয়েছে বিকল্প স্কিম (Vikalp scheme)। এই স্কিমের অধীনে আপনি পাবেন বিশেষ সুবিধা। যদি কোনও ট্রেনে আপনার টিকিট ওয়েট লিস্টে থাকে, তাহলে আপনি একই রুটে থাকা অন্য ট্রেনে যেতে পারবেন এই স্কিমের অধীনে।
এই স্কিমের অদীনে নিশ্চিত বা কনফার্ম টিকিটের গ্যারান্টি না দিলেও, এটি একটি সুরক্ষা নেট হিসাবে কাজ করবে। টিকিট কনফার্ম হল কি না, প্রতি মিনিটে এই নিয়ে চিন্তার বদলে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে অন্য ট্রেনে যাত্রার সুযোগ থাকবে।
বিকল্প স্কিম কী?
- বিকল্প স্কিমে যদি আপনার টিকিট ওয়েট লিস্টে থাকে, তাহলে আপনি একই রুটের অন্য ট্রেনে যেতে পারবেন। এর জন্য আপনাকে অতিরিক্ত কোনও ফি দিতে হবে না। একই রুটে বিকল্প ট্রেনে সিট থাকলে, আপনি সেই ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
- এই স্কিমে সমস্ত কোটা ও ছাড় পাওয়া যাবে।
- যদি আপনি বিকল্প ট্রেনে টিকিট বেছে নেন, তাহলে প্রথম যে ট্রেনে বুকিং করেছিলেন, সেই ট্রেনে আর যাত্রা করতে পারবেন না।
- বিকল্প ট্রেনের ক্ষেত্রে আপনার ট্রেনে ওঠা ও নামার স্টেশনেও বদল আসতে পারে।
কখন এই স্কিমের সুবিধা পাবেন?
যদি চার্ট তৈরির সময় আপনার টিকিট ওয়েট লিস্টে থাকে, তাহলে এই বিকল্প অপশনটি বেছে নিতে পারেন। টিকিট কনফার্ম থাকলে, এই সুবিধা পাবেন না।
সর্বাধিক ৭টি ট্রেনে বিকল্প অপশনটি বেছে নিতে পারবেন।
বিকল্প অপশনের অধীনে আপনার নির্ধারিত যাত্রার ৩০ মিনিট থেকে ৭২ ঘণ্টার মধ্যে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হবে।
কীভাবে বুকিং করবেন?
আইআরসিটিসি-র ওয়েবসাইট বা রেল কানেক্ট অ্যাপ থেকে আপনার ভ্রমণের যাবতীয় তথ্য পূরণ করুন। এখানে একটি অপশন দেখতে পাবেন “Opt Vikalp/ Alternate train” নামে। এখানে ক্লিক করে আপনি ওই রুটের আরও ৭টি ট্রেনের অপশন পাবেন।
যদি কেউ টিকিট বুকিংয়ের সময় এই অপশন বাছাই না করেন, তাহলে পরেও বুকড টিকিট হিস্ট্রি থেকে এই অপশন বেছে নিতে পারেন।
