Railway Stocks: বাজেটের আগে কি সবুজ সঙ্কেত! কোন কোন স্টক বাড়ছে উল্কাগতিতে?
Railway Stocks to Buy Ahead of Budget 2026: ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া নতুন যাত্রী ভাড়া ফলে রেলে প্রায় ৬০০ কোটি টাকা বাড়তি আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এর পাশাপাশি, আগামী বাজেটে রেলের জন্য ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স বরাদ্দ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত এক বছর ঝিমিয়ে থাকার পর আবার ট্র্যাকে ফিরল রেলের একাধিক শেয়ার। সৌজন্যে, আসন্ন কেন্দ্রীয় বাজেট ২০২৬ ও ডিসেম্বরের ভাড়া বৃদ্ধি। গত ১০ ট্রেডিং সেশনে রেলের একাধিক স্টক ১৩ শতাংশের বেশি বেড়েছে। এক বিশেষজ্ঞ সংস্থার তথ্য বলছে অনেক বিনিয়োগকারীই এবার নজর দিচ্ছে রেলের পিএসইউ স্টকের দিকে।
কেন এই দৌড়?
২৬ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া নতুন যাত্রী ভাড়া ফলে রেলে প্রায় ৬০০ কোটি টাকা বাড়তি আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এর পাশাপাশি, আগামী বাজেটে রেলের জন্য ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স বরাদ্দ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়াও রেলের সুরক্ষার দিকেও এবার বিশেষ নজর দিচ্ছে রেল। আর সেই কারণেই ‘কবচ’ প্রযুক্তিতেও বরাদ্দ দ্বিগুণ হতে পারে।
কার পাল্লা ভারি?
রেলের কোন কোন শেয়ারের দাম বেড়েছে শেষ ১৫ দিনে? তথ্য বলছে ইরকন ইন্টারন্যাশনাল, রেল বিকাশ নিগম লিমিটেড সহ একাধিক সংস্থার শেয়ারের দাম বেড়েছে। ইরকনের দাম বেড়েছে প্রায় ১৩.৯৩ শতাংশ। রেল বিকাশ নিগমের শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ। আইআরএফসি ও জুপিটার ওয়াগনের দাম বেড়েছে প্রায় ৯ শতাংশ করে।
তবে শেয়ার বাজারের এক বিশ্লেষকের মতে, অন্ধভাবে বিনিয়োগ না করে ‘বটম-আপ’ পদ্ধতি মানা জরুরি। অর্থাৎ, কোন কোম্পানির অর্ডার বুক কেমন, তা দেখেই সিদ্ধান্ত নিন।
আপনি কী করবেন?
অনেক বিশেষজ্ঞ বলছেন, রাইটসের শেয়ার এখন ২৪৫ টাকায় কনসোলিডেট করছে। এখানে স্টপ লস ২৩৮ টাকা রেখে এগোতে পারেন। আবার আইআরসিটিসির ক্ষেত্রে ৭১০ টাকার উপর ব্রেকআউট এলে বড় লাভের সম্ভাবনা। সব কিছুর পরও এটা মাথায় রাখতে হবে, ভারতীয় রেল এখন আর শুধুমাত্র যাতায়াতের মাধ্যম নয়। এটি পরিণত হয়েছে ভারতের পরিকাঠামোর বিরাট একটা স্তম্ভে। তবে মনে রাখবেন, বিনিয়োগের ক্ষেত্রে সেন্টিমেন্টের জোয়ারে গা না ভাসিয়ে ধৈর্য ধরাই হল সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
