AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railways: ট্রেনে ভারত ভ্রমণ করতে গেলে এইভাবে টিকিট কাটুন, প্রচুর টাকা বাঁচবে

Railway Circular Ticket: রেলওয়ের একাধিক ফিচার্সের মধ্যে অন্যতম হল, সার্কুলার টিকিট। এক টিকিটেই আপনি এক স্টেশন থেকে যাত্রা শুরু করে আবার সেই স্টেশনেই ফিরে আসতে পারেন। পর্যটক এবং পুণ্যযাত্রীদের জন্য এই টিকিট দারুণ লাভজনক। এক টিকিটেই একাধিক স্টেশনে ভ্রমণ করা যায়। 

Indian Railways: ট্রেনে ভারত ভ্রমণ করতে গেলে এইভাবে টিকিট কাটুন, প্রচুর টাকা বাঁচবে
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Jan 06, 2026 | 3:00 PM
Share

নয়া দিল্লি: ট্রেনে তো সবাই চড়েন, তবে ট্রেনের অনেক নিয়ম সম্পর্কে জানেন না। ট্রেনের টিকিট যখন কাটেন, তখন তা যাত্রা শুরুর স্টেশন থেকে যে স্টেশনে নামবেন, সেই পর্যন্ত টিকিট কাটেন। তবে জানেন কি, এমনও টিকিট হয়, যেটায় আপনি একাধিক শহরে ঘুরতে পারেন?

রেলওয়ের একাধিক ফিচার্সের মধ্যে অন্যতম হল, সার্কুলার টিকিট। এক টিকিটেই আপনি এক স্টেশন থেকে যাত্রা শুরু করে আবার সেই স্টেশনেই ফিরে আসতে পারেন। পর্যটক এবং পুণ্যযাত্রীদের জন্য এই টিকিট দারুণ লাভজনক। এক টিকিটেই একাধিক স্টেশনে ভ্রমণ করা যায়।

সার্কুলার টিকিটে আপনি যে স্টেশন থেকে যাত্রা শুরু করেন, সেই স্টেশনেই শেষ হয়। এই টিকিটে আটটি ভিন্ন স্টেশনে যাত্রা করতে পারেন। এই টিকিট দিয়ে আপনি এক রুটে আলাদা ট্রেনেও উঠতে পারেন।

এই সার্কুলার টিকিটের আরেকটি বিশেষত্ব হল এই টিকিটের ভ্যালিডিটি বা বৈধতা হয় ৫৬ দিনের। যাদের দীর্ঘ ঘোরার প্ল্যান, তাদের জন্য এই সার্কুলার টিকিট খুবই লাভজনক, কারণ এতে একাধিক ট্রেনের জন্য টিকিট কাটার প্রয়োজন পড়ে না। সার্কুলার টিকিটে টেলেস্কোপিক ভাড়া কার্যকর হয়, যা সাধারণ ভাড়ার থেকে কম।

স্লিপার ক্লাস থেকে ফার্স্ট ক্লাস- যে কোনও শ্রেণির কামরার জন্যই সার্কুলার টিকিট কাটা যায়। একক টিকিট যেমন পাওয়া যায়, তেমনই যারা গ্রুপে ভ্রমণ করছেন, তারাও এই টিকিট কাটতে পারেন। ১ হাজার কিলোমিটারের নীচে যাত্রা করলে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ছাড়ও পাওয়া যায়।

কীভাবে সার্কুলার জার্নি টিকিট কাটবেন?

এই টিকিট সাধারণ টিকিট কাউন্টারে পাওয়া যায় না। এর জন্য প্রথমে রেলের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বা চিফ রিজার্ভেশন সুপারভাইজরের কাছে যাত্রীদের নিজেদের ভ্রমণের রুট জমা দিতে হবে। রুট ফাইনাল হলে, টিকিটের দাম ধার্য করা হবে। যাত্রীদের নির্দিষ্ট স্টেশন থেকে টিকিট সংগ্রহ করতে হবে।