মুম্বই: মার্কিন ডলারের নিরিখে সর্বকালীন রেকর্ড পতন রুপির দরের। গতকাল বাজার বন্ধের সময় মার্কিন ডলারের প্রেক্ষিতে ভারতীয় মুদ্রার দর ছিল ৮৩.৪২৫০। যা ছিল গতকালের শুরুর দিকে হিসেবের থেকে কিছুটা বেশি। গতকাল শুরুর দিকে ডলারের হিসেবে রুপির দর ছিল ৮৩.৪৩। চলতি সপ্তাহে ভারতীয় মুদ্রার দর ০.৭ শতাংশ কমেছে। গত সাত মাসের হিসেবে এটাই ছিল সবথেকে বড় সাপ্তাহিক পতন। কিন্তু কেন হঠাৎ এতটা পতন হল ভারতীয় মুদ্রার দরে? বাজার বিশেষজ্ঞদের উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, বাজারে ডলারের ইন-ফ্লো পর্যাপ্ত ছিল না। একদিকে ডলারের চাপ এবং অন্যদিকে চিনা মুদ্রা ইউয়ানের পতনের জন্যও বাজারে ভারতীয় মুদ্রার উপর চাপ তৈরি হচ্ছিল।
তার উপর বাজারে যেহেতু ডলারের ঘাটতি ছিল, সেটিও ভারতীয় মুদ্রার দর হ্রাস পাওয়ার অন্যতম একটি কারণ হিসেবে ব্যাখ্যা করছেন বাজার বিশেষজ্ঞরা। যদিও গতকাল দিনের শুরুর দিকে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া কিছু ডলার বাজারে ছেড়েছিল, কিন্তু দিনের শেষের দিকে তারা আর কোনও হস্তক্ষেপ করেনি। এদিকে গতকালের পর বাজারে ডলারের সূচকও বেড়েছে। ডলার সূচক বলতে বোঝায় যা অন্যান্য মুদ্রার সঙ্গে ডলারর মান তুলনা করে। গতকাল দিনের শেষে ডলার সূচক বেড়েছে ০.৪ শতাংশ।
এদিকে শুধু ভারতীয় মুদ্রা রুপিই নয়, বাজারে ডলারের পর্যাপ্ত সাপ্লাই না থাকার কারণে এশিয়ার বিভিন্ন দেশের মুদ্রার দরে ধাক্কা লেগেছে। চিনের ইউয়ান থেকে শুরু করে কোরিয়ার ওন এবং আরও অনেক এশিয়ান দেশের মুদ্রার দর ডলারের তুলনায় কমে গিয়েছে গতকাল। বাজার বিশেষজ্ঞদের মতে, বাজারে ডলারের ঘাটতি এই ধাক্কার অন্যতম একটি বড় কারণ হতে পারে।