Indian Startup: প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন দিগন্ত, আমেরিকার সঙ্গে কাজ করবে ভারতীয় স্টার্ট আপ

Jan 18, 2025 | 5:20 PM

Indian Startup: বছরে ১৫০ কোটি ডলার ব্যবসা হবে বলে সূত্রে জানা যাচ্ছে। মার্কিন সরকার অবশ্য এই বিষয়ে এখনও কিছু জানায়নি। এই প্রোগ্রামের তথ্য়ও সামনে আসেনি আগে।

Indian Startup: প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন দিগন্ত, আমেরিকার সঙ্গে কাজ করবে ভারতীয় স্টার্ট আপ

Follow Us

নয়া দিল্লি: ভারত ও আমেরিকার যৌথ উদ্যোগে যে ডিফেন্স কোলাবরেশন প্রোগ্রাম শুরু হয়েছে, তাতে অংশ নেওয়ার জন্য বেছে নেওয়া হল সাতটি ভারতীয় স্টার্ট আপ সংস্থাকে। এই প্রথমবার যৌথ উদ্যোগে এমন কোনও প্রোগ্রাম করা হচ্ছে। ভারতীয় সংস্থা ও বিনিয়োগের জন্য এটা একটা বড় সুযোগ বলেই মনে করা হচ্ছে।

এই সাত সংস্থার মধ্যে রয়েছে, স্পেস ইমেজিং সংস্থা KaleidEO, রকেট প্রস্তুতকারী সংস্থা EtherealX, এআই সংস্থা Shyam VNL। আমেরিকার ডিফেন্স ইনোভেশন ইউনিটের জন্য কাজ করবে এই সংস্থাগুলি। মূলত স্যাটেলাইট ও প্রতিরক্ষা সংক্রান্ত প্রযুক্ত নিয়ে আমেরিকার বিভিন্ন সংস্থার জন্য কাজ হবে।

২০২৪-এর সেপ্টেম্বরে এই প্রোগ্রাম শুরু করেছে, Indusbridge Ventures ও মার্কিন সংস্থা FedTech। দুই সংস্থার মধ্যে একাধিক প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে বলে জানা গিয়েছে। ndusbridge Ventures-এর ম্যানেজিং পার্টনার রাহুল দেবযানী বলেন, “ডিফেন্স ও ডুয়াল ইউস টেকনোলজি নিয়ে কাজ করবে দুই দেশের সংস্থা।” তিনি আরও জানান, Northrop Grumman, Lockheed Martin and RTX-এর মতো মার্কিন সংস্থার সঙ্গেও কাজ করার সুযোগ পাবে স্টার্টআপ সংস্থাগুলি।

বছরে ১৫০ কোটি ডলার ব্যবসা হবে বলে সূত্রে জানা যাচ্ছে। মার্কিন সরকার অবশ্য এই বিষয়ে এখনও কিছু জানায়নি। এই প্রোগ্রামের তথ্য়ও সামনে আসেনি আগে।

উল্লেখ্য়, চলতি মাসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক হয় মার্কিন এনএসএ জেক সুলিভানের। সামরিক শক্তি ও প্রযুক্তি সংক্রান্ত আলোচনা হয় তাদের মধ্যে।

Next Article