কলকাতা: বাড়ি বসেই অনলাইনে যে পড়াশোনা সম্ভব, করোনাকালে এই বিষয়টা মানুষ বেশ রপ্ত করে নিয়েছে। যখন গোটা দেশজুড়ে তালা পড়ে গিয়েছিল, সেই সময়েও পড়াশোনার ঝোঁক কিন্তু কমেনি মানুষের। উল্টে পাছে সময়টা যাতে নষ্ট না হয়, সেই বিষয়টিকে সুনিশ্চিত করতে বাড়ি বসেই নানাবিধ অনলাইন কোর্সে নাম লিখিয়ে ফেলেছিল অনেকেই।
বলা বাহুল্য, সেই থেকেই ভারতের বুকে বাড়তি গতি পেয়েছে এড-টেক মার্কেট। তৈরি হয়েছে বড় বড় প্রতিষ্ঠান। বাড়ি বসেই একাধিক কোর্স, সরকারি চাকরির পড়াশোনা কিংবা বড় বড় ডিগ্রি নিয়ে ফেলছে পড়াশোনা মনস্করা। সুবিধা হয়েছে ছাত্রসমাজেরও। স্কুল কিংবা কলেজের পড়াশোনার পাশাপাশি, অনলাইনেই বাড়তি কোর্স ও ডিগ্রি নিয়ে ফেলছে তারা।
সম্প্রতি ইন্ডিয়া ডিজিটাল সামিটে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, করোনাকাল কেটে গেলেও ভারতের বাজারে অনলাইনে পড়াশোনার চাহিদা কিন্তু একেবারেই কমেনি। চাকরি কিংবা প্রথাগত পড়াশোনার পাশাপাশি বাড়তি জ্ঞান লাভে এই প্ল্য়াটফর্মগুলিতে ভরসা রেখেছেন বহু মানুষ।
প্রকাশিত সেই সমীক্ষা অনুযায়ী, এই ভরসার জায়গা থেকেই ভারতের বাজারে আরও বিকাশ ঘটবে এড-টেক সংস্থাগুলির। এমনকি, আগামী পাঁচ বছরে ভারতের বুকে ২৯ বিলিয়ন মার্কিন ডলারের বাজার তৈরি করে ফেলবে এড-টেক সেক্টর। যা দেশের জিডিপিতে প্রভাব ফেলবে ০.৪ শতাংশ।
তবে আগে কিন্তু এতটা সুখের মুখ দেখেনি এড-সেক্টরগুলি। ২০২০ সালের সমীক্ষা অনুযায়ী, ঘোর করোনাকালে দেশের জিডিপিতে মাত্র ০.১ শতাংশ প্রভাব ছিল এড-টেক সেক্টরের। কিন্তু সময়ের সঙ্গে জিডিপিতে এড-টেক সেক্টরের যোগদান যে বাড়ছে, সেই প্রসঙ্গটি উঠে এল সদ্য প্রকাশিত এই রিপোর্টে।