Gold Price Today: একদিনে বাড়ল চার হাজার টাকা! হাড় কাঁপানো শীতে শরীরে গরম ধরাচ্ছে সোনার দর

Avra Chattopadhyay |

Jan 18, 2025 | 2:20 PM

Gold Price Today: এদিন ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দর রয়েছে ৭ হাজার ৪৩৫ টাকায়। ১০ গ্রাম সোনার দর রয়েছে ৭৪ হাজার ৩৫০ টাকায় এবং ১০০ গ্রাম সোনার দর রয়েছে ৭ লক্ষ ৪৩ হাজার ৫০০ টাকায়।

Gold Price Today: একদিনে বাড়ল চার হাজার টাকা! হাড় কাঁপানো শীতে শরীরে গরম ধরাচ্ছে সোনার দর
প্রতীকী ছবি
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বিয়ের মরসুম এগিয়ে আসার সঙ্গে দর চড়ছে সোনার। শনিবার, সপ্তাহের শেষে এসেও স্থিতিশীল হল না সোনার দর। উল্টে গতকালের তুলনায় প্রায় ৪ হাজার টাকা বেড়ে গেলে সোনার দাম। চিন্তায় মধ্যবিত্ত। একনজরে দেখে নিন বাজারে কত টাকায় চলছে সোনা-রুপোর দর?

২২ ক্যারেট সোনার দর –

এদিন ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দর রয়েছে ৭ হাজার ৪৩৫ টাকায়। ১০ গ্রাম সোনার দর রয়েছে ৭৪ হাজার ৩৫০ টাকায় এবং ১০০ গ্রাম সোনার দর রয়েছে ৭ লক্ষ ৪৩ হাজার ৫০০ টাকায়।

২৪ ক্যারেট সোনার দর –

এদিন ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দর রয়েছে ৮ হাজার ১১১ টাকায়। ১০ গ্রাম সোনার দর রয়েছে ৮১ হাজার ১১০ টাকায়। ১০০ গ্রাম সোনার দর রয়েছে ৮ লক্ষ ১১ হাজার ১০০ টাকায়। গত কালের তুলনায় ১০০ গ্রামের সোনার দর বেড়েছে ৪ হাজার টাকা।

১৮ ক্যারেট সোনার দর –

চড়চড়িয়ে কিন্তু দাম চড়ছে ১৮ ক্যারেট সোনার দরও। এদিন ১ গ্রাম সোনার দর রয়েছে ৬ হাজার টাকা। ১০ গ্রাম সোনার দর রয়েছে ৬০ হাজার টাকা। ১০০ গ্রাম সোনার দর রয়েছে ৬ লক্ষ ৯ হাজার ৬০০ টাকা।

রুপোর দর –

সোনার সঙ্গে পা মিলিয়েছে রুপো। এদিন ১ গ্রাম রুপোর দর রয়েছে ৯৬ টাকা। ১ কিলো রুপোর দর রয়েছে ৯৬ হাজার ৫০০ টাকা।

Next Article