কলকাতা: গালওয়ান সংঘর্ষের পর থেকেই দিনে দিনে আরও তলানিতে চলে গিয়েছে ভারত-চিন সম্পর্ক। হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির খেলা তো সেই কব থেকেই চলছে। একইসঙ্গে ইন্দো-মার্কিন সম্পর্কের উন্নতিকেও ভাল চোখে দেখেনি চিনের নেতারা। বিগত কয়েক বছরে বারবার তপ্ত হয়েছে সীমান্ত। উল্টে পাকিস্তানের দিকে ‘সাহায্য়ের’ হাত বাড়াতে দেখা গিয়েছে ড্রাগন ফৌজকে। পরবর্তীতে টানাপোড়েনের মধ্যেই বহু চিনা অ্যাপ নিষিদ্ধ হয়েছে ভারতের মাটিতে। ভারতে একাধিক চিনা সংস্থার বিনিয়োগের দরজাও বন্ধ হয়েছে। এবার চিনের নজরদারিকে এক কোপে দেশের মাটি থেকে উপরে ফেলতে চাইছে ভারত।
ইকোনমিকস টাইমের প্রতিবেদনে দাবি করা হয়েছে সিদ্ধান্তের খসড়া ইতিমধ্যেই প্রস্তুত। এবার শুধু বাস্তবায়নের অপেক্ষা। ঠিক কী সিদ্ধান্ত নিতে চলেছে নয়া দিল্লি? নজরদারি চালানো হয় এমন ডিভাইস অর্থাৎ চিনে তৈরি সিসিটিভি পুরোপুরি নিষিদ্ধ হতে চলেছে ভারতে। শুধু তাই নয়, ভারতে যে সমস্ত সংস্থা সিসিটিভি তৈরি করে তাঁরা আর ব্যবহার করতে পারবেন না চিনের যন্ত্রাংশ। আমদানিও করতে পারবেন না এই সংক্রান্ত কিছু। চিনা বিক্রেতারা সিসিটিভি সংক্রান্ত যাবতীয় সাপ্লাই চেনের বাইরে থাকবেন।
ইতিমধ্যে এই সংক্রান্ত একটি গেজেট নোটিফিকেশন সামনে এসেছে। এবার কত দ্রুত তা বাস্তবায়ন করা যায় সেদিকে নজর দেওয়া হচ্ছে বলে খবর। এখন থেকে ভারতীয় সংস্থাগুলিকে সিসিটিভি তৈরির জন্য শুধুমাত্র ‘বিশ্বস্ত’ জায়গা থেকেই যন্ত্রাংশ আনতে পারবেন বলে জানানো হচ্ছে। একইসঙ্গে জোর দেওয়া হবে মেক ইন্ডিয়া প্রকল্পের হাত ধরে তৈরি জিনিসপত্রের উপরেও।