IndiGo News: ইন্ডিগোর উপর আয়করের ‘খাঁড়া’, জরিমানা পড়ল কয়েকশো কোটি, বিপাকে পড়বেন যাত্রীরা?

Avra Chattopadhyay |

Mar 30, 2025 | 5:15 PM

IndiGo News: রবিবার এই জরিমানা প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিগো এয়ারলাইনসের পেরেন্ট কোম্পানি। তারা জানিয়েছে, '২০২১-২২ অর্থবর্ষের একটি মূল্যায়নের ভিত্তিতে দেশের আয়কর দফতর আমাদের উপর ৯৪৪ কোটি টাকা জরিমানা করেছে।

IndiGo News: ইন্ডিগোর উপর আয়করের খাঁড়া, জরিমানা পড়ল কয়েকশো কোটি, বিপাকে পড়বেন যাত্রীরা?
প্রতীকী ছবি
Image Credit source: Getty Image

Follow Us

কলকাতা: ইন্টারগ্লোব অ্যাভিয়েশন যা বিমান পরিষেবা সংস্থার ইন্ডিগোর পেরেন্ট কোম্পানি, সেই সংস্থাকে ৯৪৪ কোটি টাকা জরিমানা করল দেশের আয়কর দফতর। অবশ্য, এই জরিমানাকে সম্পূর্ণ ভাবে ‘ভুল ও অযৌক্তিক’ বলে আখ্যান দিয়েছে সেই সংস্থার কর্তৃপক্ষ। পাশাপাশি, তারা জানিয়েছে, যে এই জরিমানার বিরুদ্ধে উপযুক্ত আইনি লড়াইয়ে নামবে তারা।

রবিবার এই জরিমানা প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিগো এয়ারলাইনসের পেরেন্ট কোম্পানি। তারা জানিয়েছে, ‘২০২১-২২ অর্থবর্ষের একটি মূল্যায়নের ভিত্তিতে দেশের আয়কর দফতর আমাদের উপর ৯৪৪ কোটি টাকা জরিমানা করেছে। কিন্তু এই নির্দেশটি সম্পূর্ণ ভাবে কিছু ভুল তথ্যের ভিত্তিতে জারি করা হয়েছে।’

তারা আরও জানিয়েছে, ‘আয়কর দফতরের এই জরিমানার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যাওয়া হবে। বিচারপ্রক্রিয়ার উপর আমাদের পুরো আস্থা রয়েছে।’ তবে এই জরিমানার জেরে ব্যাঘাত ঘটবে কি ইন্ডিগোর পরিষেবায়? সংস্থার দাবি, এই ঘটনায় কোনও প্রভাবই পড়বে না যাত্রীদের উপর। সমস্ত পরিষেবা অব্যাহতই থাকবে।

জানা যায়, এই জরিমানার পর শুক্রবার খানিকটা নড়ে যায় ইন্ডিগোর শেয়ার। বরাবরের তুলনায় ০.৩২ শতাংশ পড়ে এই শেয়ারের দর। বর্তমানে এই শেয়ার দাম চলছে ৫ হাজার ১১৩ টাকায়। গত এক বছর ধরে বিনিয়োগকারীদের প্রায় ১১.৩৬ শতাংশ লাভ তুলে দিয়েছে এই সংস্থার শেয়ার।

Next Article