ভারতের অন্যতম বড় বেসরকারি ব্যাঙ্ক হল ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (IndusInd Bank)। এবার ২ কোটি টাকার নীচে নিজেদের ফিক্সড ডিপোজিটে সুদের বাড়াল এই ব্যাঙ্ক। ইতিমধ্যেই নয়া সুদের হার কার্যকর হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে সাধারণ মানুষের জন্য ৭ দিন থেকে ৬১ মাসের বিভিন্ন স্থায়ী আমানতে ৩.৫০ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে এই বেসরকারি ব্যাঙ্ক। আর প্রবীণ নাগরিকদের মিলবে ৪.২৫ শতাংশ ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ।
২ বছর থেকে ২ বছর ১ মাস মেয়াদের স্থায়ী আমানতে সাধারণ নাগরিকেরা পাবেন ৭.২৫ শতাংশ হারে সুদ। এবং এই একই মেয়াদের জন্য প্রবীণ নাগরিকরা ৮ শতাংশ হারে সুদ পাবেন।
এক নজরে দেখে নিন এই ব্যাঙ্কের ২ কোটি টাকার আমানতের নীচে বিভিন্ন মেয়াদের আমানতে সুদের হার:
৭ দিন থেকে ৩০ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৩.৫০ শতাংশ
৩১ দিন থেকে ৪৫ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৪.০০ শতাংশ
৪৬ দিন থেকে ৬০ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৪.২৫ শতাংশ
৬১ দিন থেকে ১২০ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৪.৫০ শতাংশ
১২১ দিন থেকে ১৮০ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৪.৭৫ শতাংশ
১৮১ দিন থেকে ২৬৯ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৫.৫০ শতাংশ
২৭০ দিন থেকে ৩৫৪ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৫.৭৫ শতাংশ
৩৫৫ দিন থেকে ৩৬৪ দিনের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৬.০০ শতাংশ
১ বছর থেকে ১ বছর ৬ মাসের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৬.৭৫ শতাংশ
১ বছর ৬ মাস থেকে ২ বছর মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৭.০০ শতাংশ
২ বছর থেকে ২ বছর ১ মাসের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৭.২৫শতাংশ
২ বছর ১ মাস থেকে ৩ বছরের কম মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৭.০০ শতাংশ
৩ বছর থেকে ৬১ মাসের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৬.৭৫ শতাংশ
৬১ মাস থেকে তার বেশি সময়ের মেয়াদে সুদের হার: সাধারণ নাগরিকদের জন্য: ৬.৫০ শতাংশ
আর ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ট্যাক্স সেভিং স্কিমে ৫ বছরের আমানতে সাধারণ নাগরিকরা ৬.৭৫ শতাংশ হারে সুদ পাবেন। এদিকে উল্লেখ্য, সব মেয়াদের আমানতে অতিরিক্ত ০.৭৫ শতাংশ সুদ পাবেন প্রবীণ নাগরিকেরা।